বাংলা হান্ট নিউজ ডেস্ক: জোহানেসবার্গে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় বোলার যশপ্রীত বুমরা এবং আয়োজক দেশের তরুণ বোলার মার্কো জেন্সনের মধ্যে বাকযুদ্ধ হতে দেখা গিয়েছে। জোহানেসবার্গে খেলা দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে যখন যশপ্রীত বুমরা ভারতের দ্বিতীয় ইনিংসের শেষদিকে ব্যাট করছিলেন, তখন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো জেন্সন তার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বুমরা বরাবরই খুব শান্ত প্রকৃতির। কিন্তু কাল তিনি অনুভব করেছিলেন যে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার তার সীমা অতিক্রম করছেন। ফলে তিনিও একটি উপযুক্ত জবাব দিয়েছেন। বুমরা সাধারণত খেলার মাঠে ঝামেলা এড়িয়ে চলেন। বুমরা এবং মার্কো জেন্সনের মধ্যে এই উত্তপ্ত বিতর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায়তেও ভাইরাল হয়েছে।
এই ঘটনাটি ঘটেছিল ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৪ তম ওভারে যখন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো জেন্সনে বুমরাকে টানা চারটি শর্ট বল করেছিলেন। বুমরা নিজে পেসার হলেও বল গুলো এড়িয়ে যেতে পারেননি। বলগুলি তার শরীরে আঘাত করেছিল। ৫৪ তম ওভারের চতুর্থ বলে, মার্কো জেন্সন বুমরাকে শর্ট বল করে তার দিকে তাকিয়ে ছিলেন। বুমরাও পিছিয়ে না গিয়ে স্থির চোখে তার দিকে তাকিয়ে ছিলেন।
Bumrah has learnt so many good things from kohli. Absolutely loving this. 😭
Also, Jansen, don’t boil bumrah, he is a beast, okay?!#INDvSA #bumrah pic.twitter.com/xvqA0y7pDe
— Siddhi 🌻 (@Sectumsempra187) January 5, 2022
এর পর মার্কো বুমরার দিকে তাকিয়ে কিছু বলেন। দক্ষিণ আফ্রিকার পেসার এরকম করে বুমরার মনোসংযোগ ভাঙতে চাইছিলেন। বুমরা এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে ফেলেন। একে অন্যের দিকে এগিয়ে আসেন তারা। এরপরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার এবং তেম্বা বাভুমাকেও এগিয়ে এসে বুমরার সাথে কিছু কথা বলতে দেখা যায়। পরে আম্পায়ারকেও এসে বিতর্কটি মিটিয়ে দেন।