দুরন্ত ছন্দে বুমরা, রোহিত, কোহলি! আফগানিস্তানকে ধ্বংস করে পাকিস্তানকে বার্তা দিলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) লড়াই খুব একটা কঠিন হবে না এটা অনেক সমর্থকে প্রত্যাশা করেছিলেন। কিন্তু ভারতের প্রত্যেক তারকা ক্রিকেটার যে বিশ্বকাপের (2023 ODI World Cup) দ্বিতীয় ম্যাচে একসাথে জ্বলে উঠবেন তা হয়তো কেউ ভাবেননি। ভারতের বাকি বোলাররা আজ আফগানিস্তানের ব্যাটারদের সামনে কিছুটা অস্বস্তিতে ছিলেন। কিন্তু দুর্দান্ত বোলিং করে চার উইকেট নিয়ে তাদেরকে ২৭২ রানের বেশি এগোতে দেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর রান তাড়া করতে নেমে রোহিত শর্মার (Rohit Sharma) বিধ্বংসী শতরান এবং বিরাট কোহলির (Virat Kohli) বুদ্ধিদীপ্ত অর্ধশতরানে ভর করে ১৫ ওভার বাকি থাকতেই রশিদ খানদের (Rashid Khan) হারিয়ে ম্যাচ জিতে নিল ভারতীয় দল (Indian Cricket Team) পাকিস্তান বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো।

এদিন যখন রোহিত শর্মা ব্যাটিং করতে নামেন তখন অনেকেই তার সমালোচনা করছেন আগের ম্যাচে শূন্য রানে বিশ্রী ভাবে আউট হওয়ার কারণে। পাকিস্তান ম্যাচ এর আগে একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল তার তরফ থেকে। আর সেই জবাবটা অসাধারণভাবে দিলেন তিনি। একাধিক রেকর্ড ভেঙে ৬৩ বলে দুর্দান্ত শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

rohit odi ton

ব্যাট হাতে আফগানিস্তান ইনিংসের শেষ থেকে গুরুত্বপূর্ণ ১৬ রান যোগ করেছিলেন রশিদ খান। বল করতে নেমে ৮ ওভারে ৫৭ রান বিলিয়ে দিলেও রোহিত শর্মা এবং ঈশান কিষাণকে আউট করে আফগানিস্তানের মুখ রক্ষা করলেন এই তারকা লেগ স্পিনার।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে অজিতের বিরুদ্ধে ভারতকে উদ্ধার করেছিলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধেও শেষ অবধি ক্রিকেট থেকে ৩৫ ওভারের মধ্যে দলের জয় নিশ্চিত করে এলেন। ৫৬ বলে ছয়টি চারের সাহায্যে করলেন ৫৫ রান। সেই সঙ্গে আইপিএলে শত্রুতা হওয়ার নবীন উল হকের সাথে বন্ধুত্ব করেও মন জিতলেন সকলের। যে মাঠে খেলে তিনি আজ বিরাট কোহলি হয়েছেন সেই ছোটবেলার মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফিরে এসে এমন একটা স্মরণীয় ইনিংস খেলতে পেরে হয়তো কখনোই নিজেও মন থেকে অনেক সন্তুষ্ট।

এর পরের ম্যাচে, ভারতীয় দল মুখোমুখি হবে পাকিস্তানের। তার আগে মহম্মদ সিরাজ আজ বিশ্ৰী বোলিং করা কিছুটা চিন্তায় থাকবেন ভক্তরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে এই ম্যাচের জন্য অপেক্ষা করছেন। আহমেদাবাদে আগামী শনিবার অর্থাৎ ১৪ ই অক্টোবর লড়াই একেবারেই সহজ হবে না। দুই দলকেই সতর্ক হয়ে মাঠে নামতে হবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর