বুমরাহ যে পুরোপুরি ম্যাচ ফিট তার প্রমান রঞ্জি ট্রফি খেলে দিতে হবে বুমরাহকে।

চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন জুসপ্রীত বুমরাহ। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর আসন্ন শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে প্রত্যাবর্তন করেছেন বুমরাহ। কিন্তু চোট সরিয়ে প্রত্যাবর্তন করলেও তিনি যে কতটা ম্যাচ তার প্রমাণ এখনও পর্যন্ত পাইনি ভারতীয় দলের জাতীয় নির্বাচকরা। আর তাই বুমরাহ কে রঞ্জি ট্রাফির ম্যাচ খেলে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য পুরোপুরি ভাবে ফিট।

আগামী 5 ই জানুয়ারি থেকে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ভারতের। তারপরে 14 ই জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তার আগে বুধবার রঞ্জি ট্রফির ম্যাচে মুখোমুখি হবে গুজরাত বনাম কেরল। সেই ম্যাচে গুজরাতের হয়ে মাঠে খেলতে দেখা যাবে বুকরাহকে। আর সেই ম্যাচের দিকেই নজর থাকবে ভারতীয় জাতীয় নির্বাচক মন্ডলীর প্রধান এম এস কে প্রসাদের।

IMG 20191224 170626

বুমরাহ শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজে। আর তারপরে চোটের কারণে তিনি ভারতীয় দলের বাইরে ছিলেন। দীর্ঘদিন পর তিনি বিশাখাপত্তনমে ভারতীয় দলের নেট প্র্যাকটিসে ফিরে ছিলেন। সেখানে নেটে ভারতীয় ব্যাটসম্যানদের দীর্ঘক্ষণ বল করেন তিনি। কিন্তু নেটে ভালো গতিমান বল করলেও তার ফিটনেস দেখে মনে হয়েছিল এখনো পর্যন্ত তিনি পুরোপুরি ভাবে পুরো ফিট হয়ে ওঠেননি। তার ফিটনেস এখনো কিছুটা খামতি রয়ে গিয়েছে। আর তাই সেই খামতি দূর করার জন্যই রঞ্জি ট্রফি খেলিয়ে পুরোপুরিভাবে তাকে ম্যাচ ফিট করে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


Udayan Biswas

সম্পর্কিত খবর