বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন টেস্টের সিরিজের শেষ টেস্ট ম্যাচ। আজ, ম্যাচের তৃতীয় দিনে, দক্ষিণ আফ্রিকা দল প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে মাত্র ২২৩ রান করেও ভারত ১৩ রানের লিড পায়। ম্যাচ এইমুহূর্তে পুরোপুরি সমতায় রয়েছে। তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ ফলে সমতা রয়েছে। চলতি ম্যাচে যে দল জিতবে সেই দলই সিরিজের দখল নেবে।
প্রথম ইনিংসে ভালো শুরু করেও মাত্র ২১০ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেন কিগান পিটারসেন। দুর্দান্ত ব্যাটিং করে ৭২ রান করেন তিনি। গত ম্যাচে দুর্দান্ত খেলা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার বড় কোনো ইনিংস খেলতে পারেননি। মাত্র ৩ রান করে আউট হন। নাইট ওয়াচম্যান কেশব মহারাজ ২৫ রান করেন, ভ্যান ডার ডুসেন ২১ রান করেন। এবাদে কেউই পিটারসেনকে বেশি সাহায্য করতে পারেননি।
ম্যাচে ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। দ্বিতীয় দিনের শুরুতে না হলেও শেষদিকে আফ্রিকান ব্যাটসম্যানদের ক্রিজে থিতু হওয়ার সুযোগ দেয়নি বুমরারা। যশপ্রীত বুমরার বল সামলাতে হিমশিম খেয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। অসাধারণ বোলিং করে ম্যাচে বুমরা নিয়েছেন ৫ উইকেট। গত ম্যাচে ভালো বোলিং করতে না পারায় যে সমালোচনা হয়েছিল তার জবাব বল হাতেই দিলেন তিনি। ২টি করে উইকেট নেন উমেশ যাদব ও মহম্মদ শামি। একই সঙ্গে এক উইকেট নেন গত ম্যাচের তারকা শার্দুল ঠাকুর।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর ফের একবার হতাশ করেছেন ভারতীয় ওপেনার-রা। দ্রুত ফিরে গিয়েছেন রাহুল এবং ময়ঙ্ক আগরওয়াল। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৭০ রান। ক্রিজে লড়ছেন পূজারা এবং প্রথম ইনিংসের নায়ক কোহলি। একটি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা এবং মার্কো জেন্সন।