বাংলা হান্ট ডেস্কঃ বলগড়ের (Balagarh) চাঁদরা এলাকায় তাজ্জব ঘটনা। রোজকার মতোই স্নান কাজ সারতে গঙ্গায় যান স্থানীয়রা। তবে সেখানে গিয়েই রীতিমতো চোখ কপালে তাদের। গঙ্গার জলে ভাসছে বান্ডিল বান্ডিল কাগজ (Bundles of Documents)। কিসের কাগজ তা দেখতে কৌতূহল জন্মায় স্থানীয়দের মনে। দূর থেকে ঠিক কিসের কাগজ বোঝা না গেলে বান্ডিলগুলি তুলে গঙ্গার পাড়ে নিয়ে যান তারা। আর তারপরই হতবম্ব সকলে। দেখা যায় বান্ডিল গুলিতে বাঁধা রয়েছে শয়ে শয়ে দলিল। বিভিন্ন দামের স্টাম্প পেপারে লেখা দলিল। মঙ্গলবারের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।
গঙ্গার জলে ভেসে আসছে দলিল! খবর পাঁচকান হতেই ভীড় জমে যায় গঙ্গার পারে। একজন স্থানীয় বাসিন্দার কথায়, “দলিলগুলি দেখে মনে হচ্ছে কাছাকাছি কোনও জায়গা থেকে ফেলা হয়েছে। কারণ মুর্শিদাবাদ থেকে গঙ্গায় ভেসে এলে এতক্ষণে কাগজ ভিজে নষ্ট হয়ে যেত।” উদ্ধার হওয়া কিছু দলিলে আবার মুর্শিদাবাদের ডোমকলের ঠিকানাও লেখা। সবমিলিয়ে ভেসে আসা নথি গুলি নিয়ে ক্রমেই দানা বাঁধছে রহস্য।
দলিল গুলি উদ্ধার হওয়ার পর দেখা যাচ্ছে বিভিন্ন দামের স্টাম্প পেপারে লেখা হয়েছে সেগুলি। ইতিমধ্যেই দলিল গুলি উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। চলছে তদন্ত। তবে কোথা থেকে এল বান্ডিল বান্ডিল দলিল! সেগুলি আসল না নকল সেগুলিও যাচাই করা হচ্ছে।
তবে বলাগড়ের যে এলাকা থেকে দলিলগুলি উদ্ধার হয়েছে সেই স্থান নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। প্রসঙ্গত, বলাগড়ের চাঁদরাতেই নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে। সেখানেও কিছুদিন আগে হানা দেয় ইডি। বর্তমানে ইডি হেফাজতে কয়েকশো কোটি সম্পত্তির মালিক এই শান্তনু। এবার তার রিসর্ট এলাকা থেকে গুচ্ছ গুচ্ছ দলিল উদ্ধার হওয়ার ঘটনায় বাড়ছে জল্পনা।
বলাগড়ে গঙ্গার জলে ভাসছে বান্ডিল বান্ডিল দলিল! কিসের নথি? পাড়ে তুলে আনতেই চোখ ছানাবড়া pic.twitter.com/vLOGEozGeR
— Bangla Hunt (@BanglaHunt) March 29, 2023
বলাগড়ে গঙ্গার ধারে বিশাল এলাকাজুড়ে শান্তনুর রিসর্ট। তবে কী উদ্ধার হওয়া দলিল গুলির সাথে এই ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগসূত্র রয়েছে? প্রমান লোপাট করতেই এই পদক্ষেপ? নাকি অন্য কিছু! এই প্রশ্ন গুলিই এখন চারা দিয়ে উঠছে।