বাংলায় ফের শুট আউট! দুষ্কৃতীর গুলিতে মর্মান্তিক মৃত্যু ব্যবসায়ীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আবারও সন্ধ্যা হওয়ার আগেই শুট আউটের ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে। এবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু ঘটলো ব্যবসায়ীর। গত এক বছরে একাধিক এমন ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। পুলিশের তরফ থেকে আশ্বাস এসেছে প্রতিবারই। কিন্তু সাধারণ মানুষের আতঙ্ক কমানোর জন্য যা কাজ হওয়া দরকার তা একেবারেই হয়নি সেটা আরও একবার প্রমাণিত হলো স্বাধীনতা দিবসের দুই দিন আগে।

এবার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অন্তর্গত রাজুর গ্রামে। জানা গিয়েছে যে ওই গ্রামের অন্যতম ইঁটভাটা ব্যবসায়ী বটু মির্জা অনেকদিন ধরেই নজরে ছিল দুষ্কৃতীদের। তবে তিনি বা তার পরিচিতরা স্বপ্নেও ভাবতে পারেননি যে ভর সন্ধ্যাবেলায় তার সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে।

   

এখনও অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে দুষ্কৃতীরা ১৩ই আগস্ট, রবিবার, ঠিক সন্ধ্যা ৭টা নাগাদ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ওই ব্যবসায়ীর মাথায় এবং শরীরে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এখনও অবধি অবশ্য দুষ্কৃতীদের পরিচয় নিয়ে কোনও অভিযোগের কথা জানা যায়নি।

এরপর ওই ব্যবসায়ীকে বীরভূমের নানুর স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় চিকিৎসার জন্য। কিন্তু উপস্থিত চিকিৎসকেরা ঘোষণা করেন যে হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তিনি মারা গিয়েছেন। নানুরের পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের প্রাথমিক পদক্ষেপের খবর জোগাড় করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: কোহলির নাম শুনেই ক্ষেপে উঠলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে মাথা ব্যাথা বাড়লো BCCI-এর

সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা। তবে এমন কোনও অভিযোগ প্রাথমিক পর্যায়ে উঠে আসেনি। বটুর পরিচিতদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এমন ঘটনা ঘটেছে পারিবারিক অথবা ব্যবসায়িক কোনও কারণে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর