বাংলাহান্ট ডেস্ক : কলকাতার কাছেই এমন অনেক জায়গা রয়েছে যা আমাদের অজানা। আজ আপনাদের জানাতে চলেছি তেমনই একটি ফার্ম হাউস (Farm House) সম্পর্কে। হাতে যদি কয়েক দিনের ছুটি থাকে তাহলে নিশ্চিন্তে পরিবারের সাথে কাটিয়ে আসতে পারেন এই ফার্ম হাউস থেকে। প্রকৃতির কোলে একরাশ বিনোদন নিয়ে হাজির এই ফার্ম হাউস (Farm House)।
এই ফার্ম হাউসের (Farm House) খুঁটিনাটি
ফার্ম হাউসের আতিথেয়তা মুগ্ধ করবে অতিথিদের। আজকাল সময়ের অভাবে বেশিদূর অনেকেই ঘুরতে যেতে পারেন না। তাদের জন্য বর্ধমানের এই ফার্ম হাউস নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান (Burdwan) শহরের খুব কাছেই একেবারে গ্রাম্য পরিবেশে এই ফার্ম হাউস তৈরি হয়েছে। যারা কয়েকটা দিন একটু প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চান তাদের জন্য এই ফার্ম হাউস আদর্শ।
শান্ত সবুজ প্রকৃতির হাতছানি আপনি উপেক্ষা করতে পারবেন না। এই ফার্ম হাউসের অন্যতম একটি বৈশিষ্ট্য এখানকার খাওয়া-দাওয়া। অতিথিদের জন্য গ্রাম বাংলার বিভিন্ন পদের আয়োজন করা হয় এখানে। বর্ধমান শহর সংলগ্ন দেওয়ান দিঘি পালিতপুর এলাকায় গড়ে ওঠা এই ফার্ম হাউস সত্যিই অনন্য। প্রকৃতির খোলামেলা পরিবেশের সাথে সুস্বাদু খাবার, কয়েকটা দিন এখানে ছুটি কাটাতে মন্দ লাগবে না।
আরোও পড়ুন : টানা ছুটি অতীত! এবার কোপ ফেলতে উদ্যোগী হাইকোর্টের বিচারপতিরা? জোর শোরগোল
ফার্ম হাউসের কর্ণধার জানিয়েছেন, অতিথিদের জন্য থাকছে নৌকা বিহারের ব্যবস্থা। এমনকি নৌকার মধ্যে রাত্রিযাপনের ব্যবস্থাও রয়েছে। এখানে প্রবেশ মূল্য লাগবেনা আগত পর্যটকদের (Tourist)। তবে ১০০ টাকা দিয়ে কাটতে হবে ফুড কুপন। এই ফার্ম হাউসটি বর্ধমান স্টেশনের খুব কাছেই অবস্থিত। স্টেশনে নেমে টোটো করে পৌঁছে যাওয়া যাবে এখানে। ফার্ম হাউসের বুকিং এর জন্য ফোন করতে পারেন- 9832809119 নম্বরে।
ফার্ম হাউসের কর্ণধার গুল মোহাম্মদ মোল্লা বলেন, “বর্ধমানে এই প্রথম গ্রাম্য আদলে একটা রিসোর্ট আমরা গড়ে তুলতে পেরেছি। মাটন, দেশি মুরগি, দেশি মাছ এখানে রাখা আছে। এখানে সব টাটকা সবজি থেকে শুরু করে সবটাই অর্গানিক ভাবে উৎপাদন করা। যারা খাদ্যপ্রেমী বাঙালি আছে তাদের জন্য গ্রাম্য আদলে, নির্ভেজাল ভাবে আমরা এটা তৈরি করলাম। এখানে ঢেঁকি থেকে শুরু করে বিভিন্ন গ্রাম্য জিনিসকে আমরা তুলে ধরছি। আমাদের সব থেকে বড় টার্গেট হচ্ছে খাদ্যপ্রেমী বাঙ্গালি এবং তাদের যেন আমরা নির্ভেজাল খাবারটা খাওয়াতে পারি।”