মাথায় হাত সংখ্যালঘুদের! দেশজুড়ে নিষিদ্ধ হল বোরখা, পরলেই ৯১ হাজার টাকা জরিমানা!

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে বোরখা (Burqa) নিষিদ্ধ হল। এবার থেকে প্রকাশ্যে আর মুখ ঢেকে রাখা যাবে না। বোরখা নিষিদ্ধ করল সুইজারল্যান্ড (Switzerland)। ওই দেশে এখনও মুসলিম মহিলারা (Muslim) বোরখা পরে বের হন। তা রদ করতেই সুইজারল্যান্ডের সংসদে ভোটগ্রহণ হয়। সেই ভোটগ্রহণের মাধ্যমেই বোরখা নিষিদ্ধ (Burqa Ban) করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই বিলটির পক্ষে ভোট পড়েছে ১৫১টি এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৯টি। যার ফলে খুব ভালোভাবেই বোরখা নিষিদ্ধের বিষয়টি পাশ হয়ে যায়।

এবার থেকে সুইজারল্যান্ডে প্রকাশ্যে আর মুখ ঢেকে রাখা যাবে না, পরা যাবে না বোরখা। এমনটা হলে নতুন আইন লঙ্ঘনের কারণে এক হাজার সুইস ফ্রাঙ্ক অর্থাৎ প্রায় ৯১ হাজার টাকা জরিমানা দিতে হবে। এই আইনটি এর আগে উচ্চতর সংসদ দ্বারা অনুমোদিত হয়েছে, এবার সেটি আইনত অনুমোদিত হল। জনসমক্ষে বা প্রাইভেট অফিসে এই আইন মেনে চলা আবশ্যিক।

যদিও এই বিতর্কিত বিল নিয়ে চরম আপত্তি দেখিয়েছে মধ্যপন্থী এবং বাম দলগুলি। এমন ফতোয়া জারি হওয়ায় ক্ষেপে লাল মুসলিম সংগঠনগুলিও। তবে সুইজারল্যান্ডের দক্ষিণপন্থী দল ‘সুইস পিপলস পার্টি’র দাপটে থাকা পার্লামেন্টে বিলটি অনায়াসেই পাশ হয়ে গিয়েছে।

burqaa

উল্লেখ্য, ২০২১ সালে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার প্রশ্নে সুইজারল্যান্ডে একটি গণ ভোটাভুটি হয়। ভোটাভুটিতে নিষেধাজ্ঞার পক্ষেই মত দেন অধিকাংশ ভোটার। তবে ভোটের ফারাক ছিল অত্যন্ত কম। এদিকে সেখানে এই প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। অনেক মহিলা সংগঠনও এই বিলের বিরোধিতা করে। নারীবাদী সংগঠনের তরফে বলা হয়, বোরখা নিষিদ্ধ করার বিষয়টি অকেজো, বর্ণবিদ্বেষী এবং যৌনতাবাদী।

এদিকে বোরখা জাতীয় পোশাক ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে ফ্রান্স (France), নেদারল্যান্ডস (Netherlands), বেলজিয়ামের (Belgium) মতো ইউরোপের অনেক দেশই। অবশেষে সুইজারল্যান্ডেও এই জাতীয় পোশাক নিষিদ্ধ ঘোষণা হল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর