বাড়তে চলেছে বাস ভাড়া! বাস মালিকদের বিরাট পদক্ষেপ, ঘুম উড়ল যাত্রীদের!

বাংলা হান্ট ডেস্কঃ অফিস যাওয়া হোক বা কলেজ, ইউনিভার্সিটি, নিত্যদিনের যাতায়াতের জন্য বহু মানুষের প্রথম পছন্দ বাস। এই রাজ্যেই যেমন রোজ অগুনতি যাত্রী বাসে চেপে নিজ গন্তব্যে পৌঁছন। তবে এবার বাস ভাড়া (Bus Fare) নিয়েই সামনে এসেছে একটি বড় খবর। বাস মালিক সংগঠনের তরফ থেকে বাস ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।

বাস ভাড়া (Bus Fare) নিয়ে বিরাট পদক্ষেপ

সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে ১৫ বছরের পুরনো বাস রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের এই নিয়মের ফলে চিন্তায় পড়েছেন বহু বাস মালিক। এদিকে ১৫ বছরের পুরনো বাস বাতিল হলে রাস্তায় নতুন বাস নামাতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাড়বে বাস ভাড়া। এই খবর সামনে আসতেই চিন্তায় পড়েছেন বহু নিত্যযাত্রী।

   

বাস মালিকদের কথায়, পেট্রোপণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাস ভাড়া না বাড়ানো হলে কোনও ভাবেই রাস্তায় নতুন বাস নামানো সম্ভব নয়। ইতিমধ্যেই বাস (Bus) মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসেসের তরফ থেকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও সচিব সৌমিত্র মোহনকে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আর্থিক চাপে রাজ্য? এবার নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত! তোলপাড় বাংলা!

২০১৮ সালে শেষবারের মতো বাস ভাড়া বাড়ানো হয়েছিল। এরপর করোনা মহামারী চলে আসায় সম্পূর্ণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ে। প্রচুর ক্ষতি হয় বাস মালিকদের। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাননি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর চাপ পড়ুক। তাই তখন বাস ভাড়া বাড়ানো হয়নি। তবে করোনা মহামারী কাটিয়ে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেই কারণে বাস ভাড়া (Bus Fare) বাড়ানোর দাবিতে চিঠি লিখেছে বাস মালিক সংগঠন।

সেখানে বলা হয়েছে, বিগত কয়েক বছরে বেসরকারি বাসের খরচ অনেকটাই বেড়েছে। এর মধ্যে পুরনো বাস বাতিলের নির্দেশ আসায় নতুন করে রাস্তায় বাস নামানো চাপের হয়ে যাচ্ছে। সব মিলিয়ে, এক বছরের খরচ ১৭ লক্ষ টাকা। সেই কারণে বাস ভাড়া (Bus Fare) যদি বাড়ানো না হয় তাহলে কোনও ভাবেই নতুন বাস নামানো সম্ভব হবে না বলে জানানো হয়েছে। যদি সত্যিই এমনটা হয় তাহলে বড়রকমের সমস্যার মুখে পড়বেন নিত্যযাত্রীরা।

Bus fare

সম্প্রতি লিটার পিছু জ্বালানির দাম প্রায় ৩০ টাকা বেড়েছে। সেই সঙ্গেই বৃদ্ধি পেয়েছে পুলিশ জরিমানা। ১০০ টাকা থেকে বেড়ে তা ৫০০ টাকা হয়েছে। সেই সঙ্গেই বিশেষ ক্ষেত্রে জরিমানার অঙ্ক ৮০০ টাকার বদলে ৫,০০০ টাকা হয়েছে। এমনকি বাসের দূষণ সম্বন্ধিত কাগজ বের করার খরচও হয়ে গিয়েছে ৫০০০ থেকে ১০,০০০ টাকা। সেই কারণে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাস মালিক সংগঠন। তাঁদের সিদ্ধান্ত যদি না মানা হয়, তাহলে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানানো হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর