প্রত্যাহার ৩ দিনের বাস স্ট্রাইক! সপ্তাহের শুরুতেই কী শিয়ালদা রুটে মিলবে সব লোকাল? দেখুন নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক : সোমবার থেকে তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল একাধিক বাস অপারেটর সংগঠন। তবে সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার পাঁচটি বাস অপারেটের যৌথ সংগঠন ‘গণপরিবহণ বাঁচাও কমিটি’ জানিয়েছে, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ফলে লোকসভা নির্বাচন না মেটা পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষে বাস অপারেটর সংগঠনের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব নয়।

এই বিষয়টি বিবেচনা করে তুলে নেওয়া হয়েছে তিন দিনের বাস ধর্মঘট।  ‘গণপরিবহণ বাঁচাও কমিটি’-র পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে স্বাভাবিকভাবেই মিলবে বাস পরিষেবা। বাস ধর্মঘট প্রত্যাহারের ফলে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছেন নিত্যযাত্রীরা। ‘গণপরিবহণ বাঁচাও কমিটি’ দাবি তুলেছিল পনেরো বছরের পুরনো বাস তুলে নেওয়ার যে নিয়ম জারি করা হয়েছে তার মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হোক।

আরোও পড়ুন : ‘শুভেন্দু মারলে মমতা মরেই যেত’, মুখ্যমন্ত্রীর কপালের চোট নিয়ে বিস্ফোরক শিশির অধিকারী

এই যৌথ সংগঠন দাবি করেছে, লকডাউনের সময় ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অধিকাংশ বাস বসে ছিল। তাই দাবি তোলা হয়েছে এই বাসগুলির মেয়াদ আরো দু’বছর বৃদ্ধি করা হোক। রাজ্যের পরিবহণ দফতরের কাছে ‘গণপরিবহণ বাঁচাও কমিটি’ গত ২২শে ফেব্রুয়ারি একটি স্মারকলিপি জমা দেয়। সেই সাথে ১৮ই মার্চ থেকে তিনদিনের বাস ধর্মঘটের ডাক দেয় সংগঠন।

আরোও পড়ুন : হাতে মাত্র ১ দিন! পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের এই কাজটি না করলেই পড়তে হবে বিপদে

কমিটির পক্ষ থেকে রাজ্যকে ১৫ দিনের ‘ডেড লাইন’ বেঁধে দেওয়া হয়েছিল। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন রয়েছে এই কমিটিতে। অন্যদিকে, একটানা ৫২ ঘণ্টা দমদম জংশনে কাজের পর শিয়ালদা ডিভিশনের ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে সোমবার থেকে।

screenshot 2024 03 18 13 22 34 98 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

তবে পরিষেবা স্বাভাবিক হওয়া নিয়ে অনেকেই ভ্রূ কুঁচকেছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এতদিনের রিলে ইন্টারলকিং ব্যবস্থা পাল্টে আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে প্রথম দিনে সবকিছু স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকের ধারণা প্রথম দিন কিছু ট্রেন লেট হতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর