বাংলাহান্ট ডেস্ক : বাতাসে অল্প-অল্প হিমেল ছোঁওয়া হোক কিংবা কনকনে ঠাণ্ডা, জ্যাকেটের জুড়ি মেলা ভার। শুধু যে পশ্চিমি পোশাকের সঙ্গে জ্যাকেট পরা যায় এমনটা কিন্তু নয়, ভারতীয় পোশাকের সঙ্গেও জ্যাকেট দিব্যি মানানসই হয়। ফলে, যুগ যুগ ধরে জ্যাকেট কিন্তু ফ্যাশনে সব সময়েই ইন। তবে, জ্যাকেট আমরা সবাই কমবেশি গায়ে চাপালেও আমরা হয়তো অনেকেই জ্যাকেটের (Jacket) কাঁধের সঙ্গে যুক্ত যে স্ট্র্যাপ (Strap) থাকে তার সঙ্গে আটকে থাকা বোতামটিকে বিশেষ খেয়াল করি না।
এখন, স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ সেই প্রসঙ্গ উঠলোই বা কেন ? আসলে স্ট্র্যাপের সঙ্গে যুক্ত ওই বোতামটির ইতিহাস বেশ ‘ইন্টারেস্টিং’। কিন্তু আপনি কী জানেন কেনই বা এমন বোতামযুক্ত স্ট্র্যাপ লাগানো থাকে জ্যাকেটের কাঁধে? অনেকবার পরার পরেও কি কখনো ভেবে দেখেছেন কি কাজে লাগে ওই বোতাম? এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখা দরকার, এটা কিন্ত কোনো ফ্যাশন ট্রেন্ড না! এর পিছনে রয়েছে এক গুরুতর কারণ!
আজ সেই বিষয়েই আলোচনা করা যাক। আসলে কাঁধে ব্যাগ নিলে সেটা বারবার স্লিপ করে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই, বোতামটি খুলে ব্যাগটি কাঁধে নিয়ে স্ট্র্যাপ লাগিয়ে বোতামটি লক করে দিলে আর ব্যাগ পড়ে যাওয়ার মতো সমস্যা হবে না। ব্যাগ একবার কাঁধে লকড হয়ে থাকলে ছিনতাই হয়ে যাওয়ার ভয়ও থাকবেনা। সেইজন্যেই জ্যাকেটের ওপর স্ট্র্যাপের সঙ্গে এমন বোতাম লাগানো থাকে।
আসলে, এই বোতামযুক্ত স্ট্র্যাপ লাগানোর ইতিহাস অনেকটাই পুরনো। জানা যায় ১৮০০ এর দশকের মাঝামাঝি এই স্ট্র্যাপগুলো লাগানো হয় জ্যাকেটের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, তবে শুধু যে জ্যাকেটের ক্ষেত্রেই এমনটা দেখা যায় তাই নয়, সামরিক ইউনিফর্মের ক্ষেত্রেও একই ভাবে বোতাম লাগানো হয়ে থাকে। সৈন্যদের যাতে কোনোভাবেই অস্ত্র নামানোর প্রয়োজন না পড়ে সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। ফলে, বলা যায় বহু বছর থেকেই এই স্ট্র্যাপ এবং বোতাম লাগানোর ট্রেন্ড চলে আসছে।