দুর্দান্ত পলিসি LIC-র! এবার মাত্র ১০০ টাকা জমা করেই পেয়ে যান ৭৫ হাজার টাকার লাভ সহ একাধিক সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকেই বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন। যদিও, বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক বিকল্প থাকলেও সেগুলিতে আবার থাকে ঝুঁকির আশঙ্কাও। এমতাবস্থায়, বছরের পর বছর ধরে গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা দিয়ে আসছে LIC (Life Insurance Corporation of India)। আর সেই কারণেই গ্রাহকদের কাছে এটি একটি বিশ্বস্ত নাম।

সর্বোপরি, বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে বিভিন্ন নিত্যনতুন পলিসি নিয়ে আসে এই সংস্থা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা LIC-র একটি দুর্দান্ত প্ল্যানের প্রসঙ্গ উপস্থাপিত করব। যা নিঃসন্দেহে সুবিধা প্রদান করবে বিনিয়োগকারীদের। মূলত, LIC-র নতুন এই পলিসিটিতে মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই আপনি পেয়ে যাবেন ৭৫ হাজার টাকা পর্যন্ত লাভ। দুর্দান্ত এই পলিসিটির নাম হল “আম আদমি পলিসি”। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই পলিসিতে মিলবে একাধিক সুবিধাও।

   

By depositing 100 rupees in this policy of LIC, you get multiple benefits

মূলত, সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাঁদের সুবিধা প্রদানের লক্ষ্যেই নিয়ে আসা হয়েছে এই পলিসি। “আম আদমি পলিসি”-র সাহায্যে গ্রাহকেরা মৃত্যু কভারেজ ছাড়াও পেয়ে যাবেন লাইফ টাইম পলিসির বিশেষ সুযোগ সুবিধা। এছাড়াও, এই পলিসির নমিনি যদি কোনোভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন সেক্ষেত্রে পাওয়া যাবে ৩৭,৫০০ টাকা। অপরদিকে, যদি দুর্ঘটনাজনিত কারণে পলিসি হোল্ডারের মৃত্যু ঘটে সেক্ষেত্রে নমিনি পেয়ে যাবেন ৭৫ হাজার টাকার বিমা কভারেজ।

আরও পড়ুন: বাড়িতে ব্যবহৃত হয় ২ টো তার, কিন্তু ট্রেন চলে একটিতে, পুরো পদ্ধতি জানলে চমকে উঠবেন

এই পলিসিটি করার ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। পাশাপাশি, ৫৯ বছর পর্যন্ত এই পলিসি করা যাবে। এই বিমার সবথেকে লাভজনক দিক হল এই পলিসিতে ৫০ শতাংশ টাকা কেন্দ্রীয় ও রাজ্য সরকার জমা করে দেবে। অর্থাৎ, “আম আদমি পলিসি”-র বার্ষিক প্রিমিয়াম বাবদ মোট ২০০ টাকা জমা করতে হয়। যার মধ্যে ১০০ টাকা কেন্দ্র ও রাজ্য মিলে জমা করবে আর বাকি ১০০ টাকা পলিসি হোল্ডারকে জমা করতে হবে।

আরও পড়ুন: দেশজুড়ে আকালের মধ্যে করুণ সিদ্ধান্ত! ট্যাঙ্ক ছেড়ে এবার ট্রাক্টর চালাবে পাকিস্তানি সেনা

এছাড়াও রয়েছে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যে স্কলারশিপের ব্যবস্থাও। পরিবারের সর্বাধিক দু’জন সন্তান এই স্কলারশিপের সুবিধা নিতে পারবে। জানিয়ে রাখি যে, এই নতুন পলিসিটিতে দু’টি স্পেশাল স্কিম একসাথে যুক্ত করা হয়েছে। একটি হল আম আদমি যোজনা ও অপরটির নাম হল ধনশ্রী বিমা যোজনা। এমতাবস্থায়, আগ্রহীরা এই পলিসি সম্পর্কে বিস্তারিত জানার জন্য LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর