বাংলা হান্ট ডেস্কঃ একসময় নাগরিকত্ব সংশোধনী বিল তথা Citizenship Amendment Act (CAA) নিয়ে উত্তাল হয়ে উঠছিল গোটা দেশ। বর্তমানে শান্ত পরিস্থিতি। তবে হাওয়ায় খবর ভাসছে, খুব শীঘ্রই লাগু হতে চলেছে CAA. লোকসভা ভোটের আগেই এই নিয়ে বিরাট কোনও সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Governmet)। আর এই আবহেই আগামী এক সপ্তাহের মধ্যে বাংলায় সিএএ কার্যকর হবে বলে রবিবার দাবি করলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Minister Shantanu Thakur)।
ভরা সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী, ভোটের আগে এখন সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। আর ভোট পূর্ববর্তী এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে শুরু রাজনৈতিক তরজা। শান্তনুর মন্তব্যে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নিশ্চিন্দপুরে বিজেপির বুথ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। সেখানে দাঁড়িয়েই তিনি বলেন, “দেশে সিএএ লাগু হবে এই গ্যারান্টি দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের প্রতিটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সিএএ লাগু হবে। এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি।”
এদিকে মন্ত্রীর মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ভোট এলেই এভাবে ধর্মীয় মেরুকরণের কথা শুরু হয়। বিএসএফ শাহের হাতে রয়েছে। তিনি করলে করতে পারতেন। এখনও তো কিছুই করতে পারেননি।”
আরও পড়ুন: থুতু দিয়ে দলিল করানোর নামে নেওয়া ‘ঘুষের’ টাকা গুনছেন TMC নেতা! ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, ২০১৯ সালে দ্বিতীয় বার দিল্লির মসনদ দখল করেই সিএএ নাগরকিত্ব সংশোধনী আইন পাশ করায় মোদী সরকার। তবে মাঝে চার বছর কেটে গেলেও এখনও সেই আইন এখনও কার্যকর করা সম্ভব হয়নি। আইনের ধারা এখনও তৈরি করে উঠতে পারেনি সরকার। এরই মধ্যে লোকসভার আগে সিএএ আইন কার্যকর নিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।