কবে শেষ হবে অপেক্ষা? বালুরঘাট-হিলি প্রকল্পে রিপোর্ট তলব হাইকোর্টে

Published on:

Published on:

Calcutta High Court asks Balurghat Hili rail project report

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দিন কেটে গেলেও বালুরঘাট-হিলি রেল প্রকল্প এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দক্ষিণ দিনাজপুরবাসীর বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ কবে শেষ হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এই পরিস্থিতিতে হাইকোর্ট (Calcutta High Court) রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে প্রকল্পের সম্পূর্ণ অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।

কতটা জমি অধিগ্রহণ হল, কতটা বাকি? তলব আদালতে (Calcutta High Court)

রাজ্য আদালতে জানিয়েছে, ৩৮৬ একরের মধ্যে প্রায় ১৭০ একর জমি অধিগ্রহণ শেষ। বাকি ২১৬ একরের প্রক্রিয়া চলছে। এও জানানো হয়েছে, এলাকায় ৯টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে—তার মধ্যে ৪টির কাজ শেষ, আরও ৪টি তৈরি হচ্ছে। তবে জমি অধিগ্রহণে কিছু আইনি সমস্যা রয়েছে বলেও রাজ্য স্বীকার করেছে।

কবে শেষ হবে প্রকল্প? প্রশ্ন থাকছেই

এই রেল প্রকল্প নিয়ে ২০২১ সালে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন এক প্রাক্তন শিক্ষক। আদালত ২০২২ সালে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয়। কিন্তু ২০২৩ সালেও কাজের গতি আশানুরূপ নয় বলে অভিযোগ। মামলাকারীর তরফে জানানো হয়েছে, জমির জন্য অর্থ বরাদ্দ হলেও প্রক্রিয়া দেরিতে চলছে।

Calcutta High Court asks Balurghat Hili rail project report

আরও পড়ুনঃ শহিদ দিবসের আগে ভাষার লড়াই! ২১ জুলাইয়ের আগে রাজপথে নামছেন মমতা

পরিবহণ বিশেষজ্ঞদের মতে, বালুরঘাট-হিলি রেল প্রকল্প শুধু দক্ষিণ দিনাজপুর নয়, গোটা উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ। এই লাইনের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার সঙ্গে দেশের মূল যোগাযোগ অনেক সহজ হবে।

আগামী শুনানিতে হাইকোর্টে (Calcutta High Court) আবারও রাজ্য ও রেলের তরফে বিস্তারিত তথ্য জমা দিতে হবে। তখনই স্পষ্ট হবে, প্রকল্পটি আদৌ সময়মতো শেষ করা যাবে কি না।