সরকারি কর্মীদের জয়! হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য, বেতন মামলায় বহাল সিঙ্গেল বেঞ্চের রায়

Published on:

Published on:

calcutta high court(40)

বাংলা হান্ট ডেস্কঃ আদালতে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সমস্ত কর্মীকে (Contractual Government Employees) রাজ্য সরকারের জারি করা নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। চুক্তিভিত্তিক কর্মীদের মামলা মঙ্গলবার হাইকোর্টে ওঠে। সেখানেই বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ সাফ নির্দেশ দিল, সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনও বৈষম্য নয়।

একক বেঞ্চের রায়ই বহাল রাখল হাইকোর্ট | Calcutta High Court

উল্লেখ্য, এর আগে হাইকোর্টের একক বেঞ্চও একই রায় দিয়েছিল। সেই রায়ই এদিন বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ বিবেচনা করে আলাদা বেতন দেওয়া এক প্রকার অন্যায়। এহেন কাজ সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলেও উল্লেখ করে হাইকোর্ট।

কী নিয়ে মামলা? ২০১১ সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, রাজ্যের যে সব অস্থায়ী কর্মচারী চাকরিতে ১০ বছর পূর্ণ করবেন, তাঁদের বেতন বৃদ্ধি করা হবে। তবে ২০১০ সালের ১ এপ্রিলের পর থেকে চাকরিতে যোগদান করা কর্মীদের জন্য এই সুবিধা উপলব্ধ হবে না বলে জানায় রাজ্য।

এরপর ২০১৬ এবং ২০১৯ সালে রাজ্য নতুন করে নোটিস জারি করে জানায়, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে ৫ বছর, ১০ বছর এবং ১৫ বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে। এদিকে ২০১০ সালের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা রাজ্যের এই সিদ্ধান্তে আপত্তি জানান।

তাঁদের কথায়, তাঁরাও ৫-১০ বছর ধরে চাকরি করছেন। ২০১৬ এবং ২০১৯ সালের নতুন নিয়ম অনুযায়ী তাঁদেরও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে তারা সরব হন। যদিও রাজ্য সাফ জানিয়ে দেয়, ২০১১ সালের শর্তই বর্তমানে কার্যকর রয়েছে। তাই ২০১০ সালের পরে যাঁরা চাকরিতে ঢুকেছেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এই ইসুতেই জল গড়ায় হাইকোর্টে।

calcutta high court

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছার বন্যা! শুভকামনা জানালেন রাষ্ট্রপতি সহ রাহুল-অভিষেক

রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা দায়ের করেন চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। গত বছর হাই কোর্টের একক বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে জানায়, নতুন নোটিসে ২০১০ সালের শর্ত নেই। তাই ওই কর্মীরাও বর্ধিত হারে বেতন পাওয়ার যোগ্য। এদিকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের সেই রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। রাজ্যের আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নতুন নোটিস অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে সরকারকে।