বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। সম্প্রতি রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা ঘুরে কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) ফেরত পাঠিয়েছে সুপ্রিমকোর্ট (Supreme Court of India)। পাশাপাশি তদন্ত শেষ করার জন্য টাইট ডেডলাইনও বেঁধে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে। সেখানেই সিবিআইকে দুই মাস সময় দওয়া হয়েছে তদন্ত শেষ করার জন্য। পাশাপাশি হাইকোর্টকে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে এই সংক্রান্ত সমস্ত মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সেই তদন্তের রিপোর্টের উপর ভিত্তিক করে পরবর্তী পদক্ষেপ নেবে আদালত। এদিন এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ি। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমও দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি! ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় জারি IMD-র অ্যালার্ট
হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানির নির্দেশ দিয়েছিল সুপ্রিম সর্বোচ্চ আদালতের। শুধু তাই নয় নতুন চাকরির সুপারিশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চই। এমনটাই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের।
প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চও ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শেষ করার জন্য সময় বেঁধে দেয়। সেই সময় ইডিকে ভর্ৎসনা করে বিচারপতির নির্দেশ দিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত শেষ করতে হবে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ সংক্রান্ত মামলার সমাধানে বিশেষ বেঞ্চ গড়ে দেবেন প্রধান বিচারপতি। তারপর সেই বেঞ্চেই চলবে মামলাগুলি।