সারদা মামলায় বড় স্বস্তি শুভেন্দুর! বিজেপি নেতাকে জেরার দাবি খারিজ কলকাতা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগদান করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর থেকেই পুরনো দলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক একপ্রকার সাপে-নেউলে। পরবর্তী সময়ে শাসকদলের নেতা-নেত্রীদের আক্রমণ করার পাশাপাশি একাধিক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। অপরদিকে, সারদা এবং নারদা মামলায় অন্যতম মূল অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে কেন জিজ্ঞাসাবাদ করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, সেই প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দিতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। এর মাঝে আবার সাম্প্রতিককালে একাধিকবার সারদা কর্ণধার সুদীপ্ত সেন (Sudipta Sen), শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সামনে আনেন। যদিও এক্ষেত্রে বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেন। তবে এবার এই মামলায় অবশেষে বড়সড় স্বস্তি পেলেন শুভেন্দু।

উল্লেখ্য, ২০২০ সালে সর্বপ্রথম সুদিপ্ত সেন একটি চিঠি লিখে জানান, “শুভেন্দু অধিকারী সারদা থেকে বেআইনিভাবে বহু টাকা আত্মসাৎ করেছেন।” সেই প্রসঙ্গে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমা প্রসাদ সরকার। তবে এদিন সেই মামলাটি অবশেষে খারিজ করে দিল আদালত। হাইকোর্টের দ্বারস্থ হয়ে এদিন রমাপ্রসাদ সরকার জানান, “সুদীপ্ত সেন একাধিকবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। ২০২০ সালে তিনি চিঠি লিখে বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনিভাবে টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধরেন। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। আবার অপরদিকে এই মামলায় অন্য নেতাদের গ্রেফতার পর্যন্ত করা হয়েছে।”

Untitled design 23 3

অবশ্য এর পাল্টা হিসেবে শুভেন্দুর আইনজীবী এদিন বলেন, “দীর্ঘদিন ধরে এই মামলাটি চললেও গত বিধানসভার আগেই সুদীপ্ত সেনের চিঠি দেওয়ার প্রসঙ্গটি সম্পন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে করা হয়েছে।” এক্ষেত্রে সিবিআইয়ের তরফ থেকেও তদন্তের স্বচ্ছতার প্রসঙ্গটি তুলে ধরা হয়। উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার দরুণ কোনো রায় না দিলেও এদিন অবশেষে মামলাটি খারিজ করে দিলো বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

ad

Sayan Das

সম্পর্কিত খবর