বাংলা হান্ট ডেস্ক: সেই ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে শোরগোল। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। আর এবার ২০২৪ এ এসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে (chief secretary of west bengal) নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
সূত্রের খবর, আগেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইল আদালত।
শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ধৃত নেতা কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি চলছিল শুনানি বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। এদিন শুনানিতে সিবিআই আদালতে জানায় এখনও পর্যন্ত তারা কোনও অনুমোদন পায়নি। এরপরই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কী কারণে বিলম্ব, সরকারি আধিকারিকদের বিচারের অনুমোদন দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান কী, এসব জানতে রাজ্যের মুখ্যসচিবকে বিপি গোপালিকাকে নোটিস দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আগামী ৩ রা এপ্রিলের মধ্যে এনিয়ে রিপোর্ট না দিলে মুখ্যসচিবকে সরাসরি আদালতে হাজির হতে হবে।
আরও পড়ুন: তমলুকে দেবাংশুর ভাড়া বাড়িতে হঠাৎ হাজির ‘অভিজিৎ গাঙ্গুলি’! তারপর যা হল…ভয়ঙ্কর
ওদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে ইডি হানা। সূত্রের খবর, শুক্রবার সকালে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। যদিও মন্ত্রী বাড়িতে নেই। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রেখেছে। চলছে তল্লাশি।