বাংলা হান্ট ডেস্কঃ ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। গোটা দেশের একাধিক জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলার অভিযোগ উঠেছে। নয়াদিল্লিও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতনে’র অভিযোগে কলকাতার বুকে প্রতিবাদ মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি প্রদান উচ্চ আদালতের (Calcutta High Court)
ওপার বাংলায় (Bangladesh) সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে একটি সংগঠনের তরফ থেকে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। ‘গোবর্ধন গিরি চ্যারিটেবল ট্রাস্ট’ নামের একটি সংগঠন এই প্রতিবাদ মিছিল করতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। এবার শর্তসাপেক্ষে সেই মিছিলের অনুমতি দেওয়া হল।
হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, রানি রাসমণি অ্যাভিনিউ, লেনিন সরণী, লোয়ার সার্কুলার রোড, এজেসি বোস রোড হয়ে বেকবাগান অবধি এই প্রতিবাদ মিছিল করা যাবে। মিছিল শেষ হওয়ার পর বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে কয়েকজন স্মারকলিপিও জমা দিতে পারবে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুনঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার এই বিজেপি বিধায়ককে তলব CBI-এর! তোলপাড়
তবে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই মিছিল (Protest Rally) বিকেল ৪টের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই মাস থেকেই ওপার বাংলায় টালমাটাল পরিস্থিতি। ছাত্র-জনতার আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ। এই অশান্ত পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে সেদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এরপরেও অবশ্য বাংলাদেশ থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসছে। সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার তার প্রতিবাদে কলকাতার বুকে মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)। শর্তসাপেক্ষে এই মিছিলের অনুমতি প্রদান করল উচ্চ আদালত।