বাংলা হান্ট ডেস্কঃ ৯ আগস্ট। এইদিনই আরজি কর হাসপাতালে মহিলার চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে একমাস। এখনও আন্দোলনে উত্তাল বাংলা। দিকে দিকে চলছে প্রতিবাদ। রাজনীতির রঙ ভুলে ন্যায়বিচারের এই লড়াইয়ে শামিল হয়েছে সাধারণ মানুষ। এবার এই ঘটনার প্রেক্ষিতেই বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
উচ্চ আদালত কী বলল (Calcutta High Court)?
আরজি কর ইস্যুতে (RG Kar Issue) রাজ্যের নানান প্রান্তে মিছিল বেরোচ্ছে। বৃহস্পতিবার নৈহাটিতে এই ইস্যুতে মিছিলের অনুমতি প্রদানের পর নিউটাউনে কারিগরী ভবনের সামনে ধরনার অনুমতি মামলায় বিশেষ মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তিনি বলেন, ‘গোটা রাজ্য জুড়ে মিছিল আর ধরনা, রাজ্যের কী হবে! আরজি করের ঘটনার প্রেক্ষিতে এগুলো হচ্ছে বুঝতে পারছি। সেই কারণে আদালতও অনুমতি দিচ্ছে’।
- বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের?
এখানেই শেষ নয়, উচ্চ আদালতের (Calcutta High Court) আরও পর্যবেক্ষণ, ‘আরজি করের ক্ষেত্রে নানান জায়গায় হচ্ছে। তবে এখানে কারণটা আলাদা। আর এটা ভিন্ন ইস্যু’। জাস্টিস ভরদ্বাজের পর্যবেক্ষণ, নিউটাউনের ওই অঞ্চল একেবারে ফাঁকা। তাই সময় বেঁধে দিয়ে অনুমতি প্রদান করা যায়। আগামী ১৮ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বর দুপুরে নিউটাউনের কারিগরী ভবনের সামনে নিজেদের দাবি আদায়ের জন্য ধরনা বসতে পারবেন মামলাকারীরা।
আরও পড়ুনঃ পুজোর আগেই পালাবদল! হেরে ভূত ফুলকি-পর্ণা! নতুন বেঙ্গল টপারের নাম জানলে মাথা ঘুরে যাবে
এক্ষেত্রে অবশ্য হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই দুইদিন দুপুরে ৩ ঘণ্টার জন্য ধরনায় বসতে পারবেন মামলাকারীরা। উল্লেখ্য, নিউটাউনের কারিগরি ভবনের সামনে ধরনায় বসতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। সেদিন তাঁদের আবেদন মঞ্জুর করে আদালত।
এদিকে গত আগস্ট মাস থেকে আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। রাজ্যজুড়ে উঠছে জাস্টিস ফর আরজি কর রব। রাতদখল থেকে শুরু করে প্রতিবাদ মিছিল, নির্যাতিতার ন্যায়বিচার এবং অপরাধীদের শাস্তির দাবিতে সবকিছুই হয়েছে। এই আবহে এবার নিউটাউনের কারিগরি ভবনের সামনে ধরনারও অনুমতি দিল আদালত।