ভারতে প্রথম, কলকাতা হাইকোর্টে হতে চলেছে মামলার শুনানির ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচার

বাংলাহান্ট ডেস্কঃ দেশে প্রথম বার হতে চলেছে মামলার শুনানির ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচার। এক পার্সি মহিলার আবেদনের প্রেক্ষিতে এমন অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচার প্রক্রিয়ায় এই নতুন উদাহরন এনে নজির গড়ল কলকাতা হাইকোর্ট।

জনৈক ওই পার্সি মহিলা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন এক অন্য ধর্মের পুরুষের সাথে। অন্য ধর্মের পিতার কারনে তাঁদের ছেলেমেয়েকে ধর্মীয় স্থানে ঢুকতে বাধা দেওয়া হয়। এই বাধা সরানোর দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই মহিলা। একই সাথে তিনি কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছেন মামলাটির শুনানির ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচার এর জন্যও।

5d405f09100a2404c601fad4

জানা যাচ্ছে,  প্রথমেই ঐ পার্সি মহিলার মামলা খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। পরবর্তীকালে তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে আজ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, গোটা পৃথিবী যাতে এই শুনানি সরাসরি দেখতে পায়, তার জন্য ইউটিউবে লাইভ সম্প্রচার করা যেতে পারে। তবে, শুনানির মূলপর্বের লাইভ করা যাবে শুধু। আর সরাসরি সম্প্রচারের সম্পূর্ণ খরচ দিতে হবে আবেদনকারীকেই।

প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম আদালত হিসাবে কোনো মামলার শুনানি ইউটিউবে লাইভ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে অনেক দিন আগেই গাইড লাইন দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, কিন্তু এখনো পর্যন্ত সেই গাইড লাইনের ব্যবহার কোনো আদালত করেনি বলেই জানা যাচ্ছে। এই ক্ষেত্রে সকলকে পিছনে ফেলে দিল ঐতিহ্য বাহী এই আদালত।

 

সম্পর্কিত খবর