কালকেই পদত্যাগ ‘গরীবের ভগবানের’! খবর প্রকাশ্যে আসতেই হতাশ চাকরিপ্রার্থীরা, দিলেন বড় বয়ান

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) গত কয়েক বছরে মিডিয়ার অন্যতম আলোচিত একটি নাম হয়ে উঠেছেন। অখ্যাত গ্রামের বাড়ির চৌকাঠ থেকে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে উঠে এসেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বহু মানুষের কাছে তিনি ‘ভগবান।’

সেই ‘ ভগবান ‘ কিনা পদত্যাগ করছেন! এই কথা নিজেই মিডিয়ার কাছে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি জানিয়েছেন আগামী মঙ্গলবার তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। বিচারপতির এই সিদ্ধান্তের কথা শুনে শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে।

আরোও পড়ুন : আর চলবে না ৫ টাকার কয়েন! বড়সড় সিদ্ধান্তের পথে RBI, খুচরো থাকলে দেখুন কী করতে হবে

পদত্যাগের পর রাজনীতির ময়দানে যে তিনি নামতে চলেছেন সে কথাও স্পষ্ট ভাবে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল তিনি ইস্তফা দেবেন। এমনকি একাধিক সূত্র দাবি করেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন। তবে কোন রাজনৈতিক দলে বিচারপতি গঙ্গোপাধ্যায় যোগদান করবেন সেই বিষয়ে জল্পনা চলছে।

আরোও পড়ুন : পিয়ার কমেন্ট বক্সে গিয়েই অনুপম-প্রশ্মিতার ছবি পোস্ট! বিষ্ফোরক গায়কের প্রাক্তন, বললেন…

গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই সব প্রশ্নের উত্তর তিনি দেবেন মঙ্গলবার। প্রসঙ্গত, বিভিন্ন চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে গত কয়েক বছরের। এসব মামলায় যুগান্তকারী রায় দিয়ে লাইম লাইটে উঠে এসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বহু চাকরিপ্রার্থীর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে উঠেছিলেন “ঈশ্বর।’

তবে বিচারপতির পদত্যাগের কথা শুনে অধিকাংশ চাকরিপ্রার্থী হতাশ। কারোর কারোর বক্তব্য, ‘আমরা চাই ওনার পদত্যাগের আগে যেন আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। আমরা চাই পদত্যাগের আগে যেন উনি অর্ডার দিক যে যে সকল চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন তাদের যাতে নিয়োগ হয় সে বিষয়ে উনি যেন একটা স্টেপ নেয়। ১০৮৫ দিন ধরে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। উনিই পারেন আমাদের বিচার দিতে।’

justiceabhijitgangopadhyay

আবার এক চাকরিপ্রার্থীর মন্তব্য, ‘আমরা চাই উনি ওনার পদে থাকুক। যেভাবে উনি বিচার ব্যবস্থাটিকে দ্রুত এগিয়ে নিয়ে গেছিলেন সে জায়গাটা যেন আরো থাকুক। এতে আমাদের সুবিধা হবে। আমার আশা করব রাজ্য সরকার এবং হাইকোর্ট তাঁর দেখানো পথেই যেন আমাদের সুবিচার করেন। বঞ্চিত চাকরি প্রার্থীরা যেন চাকরি ফেরত পাব। বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেও তিনি যে আমাদের হয়ে লড়বেন এটা আমাদের আশা।’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X