Ekchokho.com 🇮🇳

অনুব্রতর ফোন কাণ্ডে নয়া মোড়! এবার মহিলা কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুলিশ

Published on:

Published on:

Calcutta High Court moved against NCW in Anubrata case

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিং হায়রা মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) বিরুদ্ধে। তাঁর দাবি, একটি সক্রিয় তদন্তে কমিশন বেআইনিভাবে হস্তক্ষেপ করছে। এমনকি ১৪ জুলাই তাঁকে দিল্লিতে হাজির হয়ে কেস ডায়েরি (Case Diary) জমা দিতে বলা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন পুলিশ সুপারের আইনজীবী। আগামীকাল, বুধবার, এই মামলার শুনানি হওয়ার কথা।

ফোন কাণ্ডে অনুব্রত, আইসি-র অভিযোগ ঘিরে তোলপাড়

ঘটনার সূত্রপাত বোলপুর থানার আইসি লিটন হালদারের দায়ের করা অভিযোগ থেকে। অভিযোগ, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তাঁকে ফোনে হুমকি দেন এবং তাঁর স্ত্রী সহ পরিবারের মহিলা সদস্যদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সেই তদন্তের অগ্রগতি জানতে জেলা পুলিশের কাছে দু’বার রিপোর্ট চায় মহিলা কমিশন (National Commission for Women)। কিন্তু কমিশনের মতে রিপোর্টগুলি অস্পষ্ট ও অসন্তোষজনক।

দিল্লিতে তলব, পুলিশের দাবি তদন্তে বাধা

এই অবস্থায় মহিলা কমিশন (National Commission for Women) বীরভূমের এসপি-কে দিল্লিতে হাজিরার নোটিশ পাঠায় এবং মামলার কেস ডায়েরিও সঙ্গে নিয়ে আসতে বলে। কিন্তু পুলিশ সুপারের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ এক প্রকার ‘তদন্তে হস্তক্ষেপ’। আদালতে তিনি দাবি করেন, কোনও মামলা চলাকালীন এক সরকারি তদন্তকারী সংস্থার উপর অন্য একটি সংস্থার এমন চাপ কার্যত তদন্তকে প্রভাবিত করে।

এখানেই শেষ নয়। জাতীয় মহিলা কমিশনের প্রশ্ন— অনুব্রত মণ্ডলের মতো অভিযুক্তকে কেন এখনও হেফাজতে নেওয়া হয়নি? পুলিশ জানিয়েছে, অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন, তাই তাঁর হেফাজত প্রয়োজন হয়নি। কিন্তু এই যুক্তি মানতে নারাজ কমিশন (National Commission for Women)। কমিশনের দাবি, অভিযুক্তের প্রভাব থাকা অবস্থায় কড়া পদক্ষেপ জরুরি।

Calcutta High Court moved against NCW in Anubrata case

আরও পড়ুনঃ ভোটাধিকার নিয়ে একসঙ্গে মহুয়া, মনোজ ঝারা! শুনানির দিন জানিয়ে কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

তদন্ত নাকি চাপের মুখে প্রশাসন?

এসপি আমনদীপের অভিযোগের পরে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, তদন্তে প্রশাসনের স্বাধীনতা রক্ষিত হচ্ছে তো? পুলিশের ‘সহনশীলতা’ ও কমিশনের ‘আক্রমণাত্মক’ ভূমিকার মধ্যে তদন্ত কোথায় দাঁড়িয়ে? আগামীকাল হাই কোর্ট (Calcutta High Court) কী রায় দেয়, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। অনুব্রতের বিরুদ্ধে এই অভিযোগ এবং তা ঘিরে কমিশন-পুলিশের টানাপোড়েন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।