‘এক বছরের জন্য…’! হাইকোর্টের ৯ বিচারপতিকে নিয়ে বড় নির্দেশ কলেজিয়ামের, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৯ জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী করা হল না। গত ২৯ এপ্রিল হাইকোর্টের কলেজিয়ামের তরফ থেকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারও সহমত পোষণ করেছিল। তবে সেই প্রস্তাব মানল না সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

হাইকোর্টের (Calcutta High Court) ৯ বিচারপতিকে নিয়ে বিরাট সিদ্ধান্ত!

হাইকোর্টের প্রস্তাবে বলা হয়েছিল, ৯ অস্থায়ী বিচারপতি, বিশ্বরূপ চৌধুরী, পার্থ সারথি সেন, প্রসেনজিৎ বিশ্বাস, উদয় কুমার, অজয় কুমার গুপ্তা, সুপ্রতিম ভট্টাচার্য, পার্থ সারথি চট্টোপাধ্যায়, অপূর্ব সিনহা রায় এবং মহম্মদ শব্বর রশিদিকে স্থায়ী করা হোক। তবে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Supreme Court Collegium) তরফ থেকে সেই প্রস্তাব মানা হয়নি। বরং ওই নতুন করে এক বছরের জন্য ওই ৯ বিচারপতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

   

বুধবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট, ২০২৪ থেকে হাইকোর্টের ৯ বিচারপতির নতুন করে এক বছরের মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের কলেজিয়াম সর্বসম্মতিক্রমে তাঁদের স্থায়ী করার প্রস্তাব দিলেও তা গৃহীত হয়নি।

আরও পড়ুনঃ দাড়িভিট মামলায় নয়া মোড়! এবার বিরাট নির্দেশ প্রধান হাইকোর্টের বিচারপতির, চাপে রাজ্য?

উল্লেখ্য, গত এপ্রিল মাসে হাইকোর্টের (Calcutta High Court) কলেজিয়ামের তরফ থেকে ওই ৯ বিচারপতিকে স্থায়ী করার প্রস্তাব দেওয়া হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে নিজেদের মতামত জানাননি। এরপর সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে অ্যাপেক্স কোর্টের বিচারকদের সঙ্গে যোগাযোগ করা হয় বলে খবর।

Calcutta High Court

জানা যাচ্ছে, হাইকোর্টের ওই ৯ অস্থায়ী বিচারপতিদের রায় যোগ্যতা এবং উপযুক্ততার জন্য মূল্যায়ন করা হয়। সব দিক বিবেচনা করে কলজিয়ামের তরফ থেকে ওই বিচারপতিদের স্থায়ী করার পরিবর্তে তাঁদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর