অন্যের পুকুরে ছট পুজো! বিজ্ঞাপন দিত KMDA! মামলা হতেই বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ অন্যের পুকুর। মালিকপক্ষ রাজি নন। তা সত্ত্বেও সেখানে ঘটা করে ছট পুজো হতো। শুধু তাই নয়! ওই অঞ্চলের ছট পুজোর বিজ্ঞাপন দিত কেএমডিএ তথা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এই নিয়ে মামলা হতেই এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

  • অন্যের জমিতে ছট পুজো! বিরাট নির্দেশ আদালতের (Calcutta High Court)

মালিকপক্ষ রাজি না হওয়া সত্ত্বেও যাদবপুরের বেঙ্গল ল্যাম্পের পুকুরে ছট পুজো করা হতো বলে অভিযোগ। এই নিয়ে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে কেএমডিএ-র (KMDA) বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়। মামলাকারী সংস্থার অভিযোগ, তাদের তরফ থেকে বিরোধিতা করা হলেও কেএমডিএ তাতে গুরুত্ব দেয়নি। উল্টে ওই অঞ্চলের পুজোর বিজ্ঞাপন দিত তারা।

বেঙ্গল ল্যাম্পের অভিযোগ, এর ফলে কারখানা চত্বর নোংরা হতো। সংস্থার তরফ থেকে হাইকোর্টে জানানো হয়, ২০২১ সালে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে ওই জায়গা নোংরা হওয়ার কারণে জরিমানা করেছে। কিন্তু তাতেও কিছু হয়নি! এখনও ওখানে অনেকে প্রবেশ করে পুজো করেন এবং ওই জায়গা অপরিষ্কার করেন।

আরও পড়ুনঃ পরিবারে আর্থিক অনটন! CBI-এর এক সিদ্ধান্তে আঁধার নামল সন্দীপের জীবনে?

এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী শবনম দে বলেন, ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার কারণে কলকাতা পুরসভার তরফ থেকে জরিমানা করা হয়েছিল। অন্যদিকে সেখানে অনেক বছর ধরে পুজো হচ্ছে বলে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (Kolkata Metropolitan Development Authority) তরফ থেকে তার বিজ্ঞাপন দেওয়া হয়।

Calcutta High Court

এদিন সব পক্ষের মতামত শোনার পর হাইকোর্টের (Calcutta High Court) পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় জানান, ওই পুকুরে আর ছট পুজো করা যাবে না। একইসঙ্গে বলেন, কারখানার জায়গায় কেএমডিএ বিজ্ঞাপন দিয়ে এভাবে পুজো করতে পারে না। এটা সংশ্লিষ্ট সংস্থার জায়গা। যদি সেখানে পুজো করতে হয় তাহলে ওই সংস্থার অনুমতি নিয়ে তা করতে হবে।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর