বাংলা হান্ট ডেস্কঃ রেশন ডিলারশিপ হোক বা বেসরকারি বিদ্যালয়, এবার থেকে অনুমোদন দেওয়ার আগে বিবেচনা করে দেখে নিতে হবে আবেদনকারীর কোনও নিকটাত্মীয় চিহ্নিত সমাজবিরোধী কিনা। সব দিকে খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রতি একটি জনস্বার্থ মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কোন মামলায় এই নির্দেশ দিল উচ্চ আদালত (Calcutta High Court)?
দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর গ্রাম নিবাসী এক ব্যক্তি নিজ এলাকায় রেশন দোকান (Ration Shop) খোলার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। মামলাকারীর কথায়, তাঁর বাড়ি থেকে সবচেয়ে কাছের রেশন দোকান প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। যে কারণে রেশন আনতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁকে।
- স্বামী দুষ্কৃতী, স্ত্রীকে রেশন ডিলারশিপ দিতে সমস্যা কী? প্রশ্ন রাজ্যের
মামলাকারী জানান, ওই অঞ্চলে রেশন ডিলারশিপের জন্য মোট ৪ জন আবেদন করেছেন। এই ৪ জন আবেদনকারীর মধ্যে একজনের স্বামী আবার ওই এলাকার পরিচিত গুণ্ডা। একথা শোনা মাত্রই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Justice TS Sivagnanam) বেঞ্চ জানতে চায়, একজন স্বীকৃত দুষ্কৃতীর স্ত্রীকে কেন রেশন ডিলারশিপের বিবেচনার মধ্যে রাখা হল?
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! ফরাসি বিপ্লবের কথা মনে করিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন সুখেন্দু
উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, স্বামী যদি দুষ্কৃতী হন, তাহলে তাঁর স্ত্রী ডিলারশিপ পেতে পারেন না, এই রকম কোনও আইন নেই। একথা শুনেই ভিনরাজ্যের একটি মামলার উদাহরণ টেনে আনেন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। সেখানে একজন দুষ্কৃতীর আত্মীয়কে বেসরকারি বিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় কী হয়েছিল সেকথা জানান তিনি।
অন্য রাজ্যের একটি হাইকোর্টের মামলার কথা টেনে জাস্টিস শিবজ্ঞানম বলেন, ওই রাজ্যে একজন দুষ্কৃতীর আত্মীয়কে বেসরকারি বিদ্যালয়ের অনুমোদন দেয় রাজ্য সরকার। যে কারণে ব্যাপক বিক্ষোভ করেছিল সাধারণ মানুষ। সরকারের (Government) তরফ থেকে যদি এই ধরণের কোনও পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের প্রশাসনের প্রতি আস্থা কমতে থাকে, বলেন প্রধান বিচারপতি।
শুনানির সময় হাইকোর্ট (Calcutta High Court) বলে, ‘সমাজবিরোধীর আত্মীয় হলেই তিনি রেশন ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে যোগ্য নন, আইনে এমন কোনও বাধা নেই। তবে নাগরিকদের মনে প্রশাসনের সম্বন্ধে কী ধারণা হবে, সেটাও বিবেচনা করা দরকার’। রেশন ডিলারশিপ দেওয়ার সময় সরকার যেন হাইকোর্টের এই নির্দেশ মাথায় রাখে সেটাও বলে দেন বিচারপতি।