বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে বহুবার শিরোনামে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ (Lips and Bounds case) সম্পর্কিত মামলা আপাতত স্থগিত হল কলকাতা হাইকোর্টে। সোমবার হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা শুনানির জন্য উঠেছিল।
কী বলল হাইকোর্ট? Calcutta High Court
বিচারপতি সিনহা সোমবার জানিয়ে দেন, যেহেতু লিপস অ্যান্ড বাউন্ডসের মামলার সঙ্গে সম্পর্কিত একটি বিষয় বর্তমানে সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন রয়েছে, তাই একই সময়ে হাইকোর্টে এই মামলার শুনানি চলতে পারে না। এরপরই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। হাইকোর্ট সূত্রে খবর, ১০ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্র ধরে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম সামনে আসে। বর্তমানে কালীঘাটের কাকু জামিনে মুক্ত। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাঁচের নীচে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
জানা যায়, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন সাংসদের বাবা-মাও। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টের নির্দেশে অভিষেক-সহ সংস্থার শীর্ষ কর্তার সম্পত্তির বিবরণ হলফনামা আকারে জমা দেয় ইডি। সেই সম্পত্তির খতিয়ান নিয়ে সন্দেহ প্রকাশ করে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা।
আরও পড়ুন: গরম আর অস্বস্তির মাঝেই ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে! কতদিন চলবে? আজকের আবহাওয়ার খবর
আবার সেই সময়ে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করার অভিযোগ ওঠে ইডির এক আধিকারিকের বিরুদ্ধে। পরে সেই ঘটনার জল গড়ায় বহুদূর। এদিকে হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টে চলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি।