বাংলা হান্ট ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস) থেকে প্রশিক্ষণ নেওয়ার পরও ফের প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ। এই সংক্রান্ত মামলাতেই এবার রাজ্যের নীতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একবার ট্রেনিং নেওয়ার পরও কেন প্রশিক্ষিত শিক্ষকদের কেন ফের প্রশিক্ষণ নিতে হবে? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার।
শিক্ষক প্রশিক্ষণে নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)
প্রসঙ্গত, এনআইওএস থেকে প্রশিক্ষণ নেওয়ার পরও ফের সেইসকল প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে নির্দেশিকা জারি হলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। আদালতে সুদীপ্ত দাশগুপ্ত সহ মামলাকারীদের আইনজীবীরা জানান তাদের মক্কেলরা একবার এনআইওএস থেকে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিয়েছেন। দেড় বছরের প্রশিক্ষণ ছিল।
আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে ফের তাদের ২ বছরের প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিতে বলা হচ্ছে। তবে এই নির্দেশ নিয়েও ধন্দ সৃষ্টি হয়েছে। কারণ কোনও কোনও জেলা প্রাথমিক সংসদ ওই প্রাথমিক শিক্ষকদের দেড় বছরের প্রশিক্ষণকেই মান্যতা দিচ্ছে। আবার কোনও জেলা সংসদ সেই তা দিচ্ছে না।
এদিন জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এই মামলা শুনানির জন্য উঠলে বিচারপতির প্রশ্ন, প্রশিক্ষণ নেওয়া প্রাথমিক শিক্ষকদের পুনরায় প্রশিক্ষণের কী প্রয়োজন আছে কী? যদি তা থাকে তাহলে এই বিষয়ে স্কুলশিক্ষা কমিশনারকে বিবেচনা করতে হবে এবং নির্দিষ্ট ভাবে সেই প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালতে রিপোর্ট দিতে হবে।
আরও পড়ুন: লাফিয়ে বাড়ল অনুদান! দুর্গাপুজোয় ৪৩ হাজার ক্লাবকে ৮৫,০০০ করে দেবে রাজ্য সরকার
বিচারপতির পর্যবেক্ষণ, অনেক প্রশিক্ষণহীন অনেক শিক্ষক তো আছেন। তাদের কেন সংসদ প্রশিক্ষণে পাঠাচ্ছে না? একবার প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণ নিতে হবে কেন? আদালত (Calcutta High Court) সূত্রে খবর, আগামীকাল এই মামলার ফের শুনানি রয়েছে।