২০১৪ প্রাথমিক TET-এ সবাইকে দিতে হবে বাড়তি ৬ নম্বর! নির্দেশ হাইকোর্টের, বদলে যাবে মেধাতালিকাও

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ফের কড়া পর্যবেক্ষণ আদালতের। নিয়োগ দুর্নীতিতে জেরবার প্রাথমিক শিক্ষা সংসদ। এরই মধ্যে ২০১৪ প্রাথমিক টেটে ভুল প্রশ্নের জন্য সমস্ত পরীক্ষার্থীকে বাড়তি ৬ নম্বর দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের এই নির্দেশের জেরে নতুন করে শুরু করতে হতে পারে গোটা নিয়োগপ্রক্রিয়াই। এমনকি চূড়ান্ত বদল হতে পারে মেধা তালিকাতেও।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এক পীযবেক্ষণে জানান, ২০১৪ সালের প্রাথমিক টেটের সমস্ত পরীক্ষার্থীকে বাড়তি ৬ নম্বর দিতে হবে। কী ভাবে নম্বর দেওয়া হবে তা অবশ্য ঠিক করবে পর্ষদই। আদালত জানায়, যারা ওই প্রশ্নগুলির উত্তর দেননি বা দেওয়ার চেষ্টা করেননি তারাও নম্বর পাওয়ার যোগ্য। আদালতের যুক্তি, এমনও হতে পারে উত্তরের সব কটি বিকল্পই ভুল হওয়ায় বিভ্রান্তিতে নম্বর কাটা যাওয়ার আশঙ্কায় তাঁরা প্রশ্নের উত্তরই দেননি।

   

tet .

২০১৪ সালের টেটে ১১টি প্রশ্ন ভুল রয়েছে বলে মামলা হয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে। সেই মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি চট্টোপাধ্যায়। এর পর বিশ্বভারতী রিপোর্টে জানায়, ১১টির মধ্যে অন্তত ৬টি প্রশ্ন নিশ্চিতভাবে ভুল ছিল। এর পর আদালত নির্দেশ দেয়, মামলাকারীদের নম্বর বাড়িয়ে তারা যোগ্য বলে বিবেচিত হলে তাদের চাকরি দিতে হবে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এর পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ।

ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীনই বাড়তি নম্বর সবাইকে দিতে হবে এই দাবিতে আদালতে ফের মামলা দায়ের হয়। সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি হরিশ ট্যান্ডন। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানি করার নির্দেশ দেয়। সেই মামলার রায়ে বৃহস্পতিবার ২০১৪ টেটের সমস্ত পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। অভিযোগ ওঠে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর