মিলল না রেহাই! ফের হাইকোর্টে জামিনের আবেদন খারিজ সুবীরেশের

বাংলা হান্ট ডেস্কঃ ফের অস্বস্থিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। মিলল না রেহাই! বুধবার এজলাসে ফের তাঁর জামিনের আবেদন খারিজ (Bail Rejected) করল কলকাতা হাইকোর্ট।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতির মামলায় বহুদিন যাবৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে থাকার পর চলতি বছর সেপ্টেম্বর মাসে সিবিআই (CBI) দ্বারা গ্রেফতার হন সুবীরেশ ভট্টাচার্য। তারপর থেকে পেরিয়ে গেছে প্রায় তিন মাস। তবে এখনো এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ঠিকানা জেলের চৌকাঠ। আজ বহু চেষ্টার পরও জামিন পেলেন না নিয়োগ দুর্নীতি কাণ্ডের এই মূল অভিযুক্ত। বুধবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। মূলত এই আবেদন ছিল, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায়।

subiresh

এর আগের শুনানিতে কিছুটা আশা বুনেছিলেন সুবীরেশ। পূর্বের শুনানিতে সুবীরেশের আইনজীবীরা আদালতে জানান, তাঁদের মক্কেলকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তার এফআইআরে সুবীরেশের নাম ছিল না। এমনকি সিবিআই প্রথম দফার যে চার্জশিট দিয়েছে তাতেও নাম নেই তাঁর । তাহলে কেন তাঁকে আটকে রাখা হচ্ছে। এরপরই আদালত তরফে এ বিষয়ে রিপোর্ট তলব করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে। তবে স্বস্তির মুখ দেখার আগেই, এরই মধ্যে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ২২ ডিসেম্বরের আগে গ্রুপ সি মামলায় জেলা আদালতে পেশ করতে হবে সুবীরেশকে। আদালতের সেই নির্দেশ মত চলতি সপ্তাহেই গ্রুপ সি নিয়োগ মামলায় আলিপুর আদালত এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর