‘মিটিং মিছিলে …’! নবান্ন অভিযান হচ্ছে? এবার বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আগস্ট মাসে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছিল ছাত্র সমাজ। যা ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। সেই স্মৃতি পুরোপুরি মোছার আগেই ফের নবান্ন অভিযানের ডাক! ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল আদালত।

নবান্ন অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

গঙ্গাসাগরে যে সকল পুণ্যার্থীরা যান, তাঁরা ফিরে কালীঘাটে যান। এই পরিস্থিতিতে যদি নবান্ন অভিযান করা হয়, তাহলে তাঁদের অসুবিধা হতে পারে। এই দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল গঙ্গাসাগর তীর্থযাত্রী সংযুক্ত কমিটি। এদিন সেই মামলাতেই বড় রায় দিয়ে দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Justice TS Sivagnanam) বেঞ্চ।

নবান্ন অভিযান বন্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় আদালত। প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, মিটিং মিছিলে অভ্যস্ত এই শহরের মানুষ। বহুদিন ধরেই এসব চলছে। আর এর মধ্যেও তাঁরা শান্তিপূর্ণভাবেই থাকেন। সেই কারণে নবান্ন অভিযান বন্ধ করার দরকার আছে বলে মনে করছে না আদালত।

আরও পড়ুনঃ একধাক্কায় ১২ জনকে সাসপেন্ড! স্যালাইন কাণ্ডে কড়া ‘অ্যাকশন’ রাজ্যের! কাদের কপাল পুড়ল?

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নবান্ন (Nabanna) অভিযান সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর নির্দেশ, ‘শান্তি শৃঙ্খলা দেখা রাজ্যের কাজ। পুণ্যার্থীদের যাতে সমস্যা না হয়, সেটার ব্যবস্থা তাঁরাই করবে’।

Calcutta High Court

অতীতে আরজি কর কাণ্ড সহ নানান ইস্যুতে নবান্ন অভিযান হয়েছে। গত আগস্ট মাসের নবান্ন অভিযানের স্মৃতি এখনও টাটকা অনেকের মনে। এই অভিযান ঠেকাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। এবার গঙ্গাসাগরের আবহে যাতে ফের নতুন করে নবান্ন অভিযান না হয়, সেই দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। তবে এদিন সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। নবান্ন অভিযান বন্ধ করার কোনও প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত, স্পষ্ট জানিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর