বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ (Recruitment Scam)! যার জেরে কলমের খোঁচায় বাতিল হয়েছে SSC ২০১৬ সালের গোটা প্যানেল। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ জন। সেই নিয়ে শোরগোলের মাঝেই এ বার ২০২০ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ (School Service Commission) নিয়েও প্রশ্ন উঠল। ওই বছরের এক চাকরিপ্রার্থীর করা মামলায় ফের প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা।
২০২০ সালের এক চাকরিপ্রার্থী অভিযোগ, মেধাতালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন তিনি। বুধবার এসএসসির কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ।
২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ওই চাকরিপ্রার্থীর নাম রানি সোনা। অভিযোগ, সাঁওতালি মিডিয়াম স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষকের পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা মেধাতালিকাতেও তার নাম দ্বিতীয়তে ছিল। তারপরও তাকে চাকরি দেওয়া হয়নি।
আরও পড়ুন: আজ থেকে ৭ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজবে রাজ্য, কালবৈশাখী কোথায় কোথায়? আবহাওয়ার খবর
মামলাকারীর অভিযোগ শুনে বুধবার শুনানিতে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসু। মেধাতালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও ওই চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়া হল না, সেই নিয়ে বিস্তারে রিপোর্ট তলব করেছে কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে এই নিয়ে আদালতে রিপোর্ট জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। একেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের প্যানেল। এরই মাঝে এবার ২০২০ সালের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ।