হাইকোর্টে ভুল তথ্য! আইসি-কে জেলে কেন পাঠানো হবে না, রাজ্যের কাছে প্রশ্ন ছুঁড়লো কলকাতা হাইকোর্ট

আদালতকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আর সেই ঘটনায় এদিন নরেন্দ্রপুর থানার আইসি-কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt) । শুধু তাই নয় হাইকোর্ট এদিন জানায় যে, পুলিশ পদে থাকলেই যা খুশি করা যায় না। ভুল করলে তাদের শাস্তিও হতে পারে।

সূত্রের খবর, কিছু মাস পূর্বে নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত রায়নার বাসিন্দা সুরজ প্রতাপ এক গোষ্ঠীর হামলায় আক্রান্ত হন। সুরজ অভিযোগ করেন যে, তাদের কাছে টাকা চাইতে গেলে উল্টে তাকেই আক্রমণ করে বসে তারা। এরপর পুলিশের কাছে তাকে গলা কেটে খুনের চেষ্টা করার অভিযোগ দায়ের করেন সুরজ। কিন্তু এরপরে বহুদিন পেরিয়ে গেলেও প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।

   

আদালত সূত্রে খবর, এই মামলায় নরেন্দ্রপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয় 31 শে জানুয়ারি তারা চার্জশিট পেশ করেছে। কিন্তু অপরদিকে সুরজের আইনজীবী দাবি করেন, “এ বিষয়ে পুলিশ মিথ্যা কথা বলছে। কোনরকম চার্জশিট জমা করেনি তারা।” আর এরপরেই এদিনের শুনানিতে উচ্চ আদালত এ ব্যাপারে সরকারি আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “পুলিশের চার্জশিটের বিষয়ে আমার কোনো রকম ধারণা নেই। পুলিশ যা জানিয়েছে সেই অনুযায়ী আমি আদালতে সওয়াল করেছি।”

তৎক্ষণাৎ চটে যান বিচারপতি রাজশেখর মান্থা। তিনি বলেন, “এভাবে আদালতকে কেন ভুল পথে নিয়ে যাচ্ছে থানা। তারা কি কাউকে সাহায্য করার চেষ্টায় রয়েছে?” তিনি রাজ্যের কাছে প্রশ্ন করেন, “আদালতের কাছে মিথ্যে বলার ঘটনায় কেন সেই থানার আইসির বিরুদ্ধে তদন্ত হবে না?”

jpg 20220422 172316 0000

এর পরই বিচারপতি নির্দেশ দেন, “আদালতের কাছে মিথ্যে বলার কারণে পুলিশের কেন শাস্তি হবে না তা হলফনামা দিয়ে জানাতে হবে।” আদালত সূত্রে খবর, 6 ই মে মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই দিনের মধ্যেই আইসি-কে নিজের সাফাই দিতে হবে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর