‘এই ১৮ তারিখের মধ্যেই..,’ ক্ষুব্ধ বিচারপতি সিনহা, এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। যদিও মেলেনি কাঙ্খিত মহার্ঘ ভাতা। একাধিকবার ডিএ আন্দোলনে সামিল হওয়ার জন্য কড়া হুঁশিয়ারির মুখে পড়েছেন সরকারি কর্মীরা। আর এবার সামনে এল আরেক ঘটনা। মহার্ঘভাতা-সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ও স্কুলে স্বচ্ছ নিয়োগের দাবি তুলে হওয়া আন্দোলনে যোগ দিয়েছিলেন শিক্ষিকা (Teacher) তৃতীয় লিঙ্গের রেখা মণ্ডল (নাম পরিবর্তিত)। আর এর জেরেই তার উপর নেমে আসে শাস্তির খাঁড়া। স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় তাকে। সেই নিয়েই এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন রেখা।

আদালত সূত্রে খবর, ডিএ সহ বেতন বৃদ্ধির আন্দোলনে অংশ নেওয়ার সূত্রে তার বিভিন্ন সংবাদমাধ্যমে শিক্ষিকার ছবি ছাপা হয়। তারপরই কোনো সঠিক কারণ না দেখিয়ে তাকে সাসপেন্ড করে দেয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। দক্ষিণ ২৪ পরগনা মহেশতলার গণিপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি।

   

জানা গিয়েছে প্রথম পাঁচ মাসের জন্য তাকে সাসপেন্ড করা হয়। এরপর তাকে শিক্ষিকার চাকরি থেকে বহিস্কার করা হয়। শিক্ষিকার দাবি, তার বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও কোনো কিছু নেই। তারপরও তাকে চাকরিতে ফেরানো হচ্ছে না। এরপরই কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রেখা।

তার অভিযোগ, কোনো উপযুক্ত কারণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। যে ধারায় সাসপেন্ড করা হয় তাতে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সাসপেন্ড করা যায়। তবে টানা ১৪ মাস হয়ে গেলেও তার সাসপেন্সসন ওঠেনি। এদিকে এত গুলো মাস তিনি বেতনও পান নি বলে অভিযোগ।

recruitment scam

আরও পড়ুন: মুখ্যসচিব অতীত! গোপালিকাকে ৩টি বড় পদে বসাল মমতা সরকার! জারি নয়া বিজ্ঞপ্তি

এদিন হাইকোর্টে শিক্ষিকার মামলা উঠলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে শিক্ষিকার বক্তব্য শুনে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই নিয়ে এখনও সুরাহা হয়নি। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, আগে এই সংক্রান্ত বিষয়ে সমস্যা বের করে সমাধান করার জন্য পর্ষদ অভ্যন্তরীণ আপিল কমিটি ছিল, তবে ২০২২ সাল থেকে তা আর নেই। তাই কিছু করা যায়নি। ফের নতুন করে কমিটি গঠন করতে হবে। সোমবার এই মামলায় ১৮ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে নতুন আপিল কমিটি গঠন করে ওই শিক্ষিকার সমস্যা শুনে তা সমাধানের বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর