বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে সরগরম হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি। বেআইনিভাবে শিক্ষক নিয়োগ এবং এই মামলায় একাধিক তৃণমূল মন্ত্রীদের জড়িয়ে পড়ার মাঝেই বাড়তে থাকে বিতর্ক। পরবর্তীতে, কলকাতা হাইকোর্ট দ্বারা সিবিআইকে দেওয়া হয় মামলার তদন্তভার এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করা হয়।
আর এবার প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলাতেও সেই একই পথে হাঁটল আদালত। এক্ষেত্র পরীক্ষা না দিয়ে বেআইনিভাবে চাকরিতে নিয়োগ করার অভিযোগ ওঠে আর সেই মামলায় এদিন অবশেষে তদন্তের দায়ভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, 2016 সালের প্রাথমিক টেট দুর্নীতি সংক্রান্ত মামলাটি ওঠে হাইকোর্টে। এই মামলায় গত সোমবার এক ব্যক্তিকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করে আদালত। এদিন সর্বশেষ পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে দায়িত্ব তুলে দিলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বেশ কয়েকটি রদবদল আনা হয়, যেখানে এসএসসি সংক্রান্ত মামলাগুলি থেকে সরিয়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলির দায়িত্ব দেওয়া হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে নতুন দায়িত্ব পেলেও এদিন স্বমেজাজেই দেখা যায় তাঁকে। শুনানি চলাকালীন বিচারক বলেন, “প্রাথমিক টেট সংক্রান্ত মামলাটির তদন্তের দায়িত্ব আমরা সিবিআইয়ের হাতে তুলে দিলাম। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস দ্বারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সম্পূর্ণ সহায়তা করতে হবে। এক্ষেত্রে সিবিআই চাইলে তাঁকে নিজেদের হেফাজতে পর্যন্ত নিতে পারে।”
এছাড়াও এদিন শুনানি চলাকালীন রঞ্জন নামে এক ব্যক্তির প্রসঙ্গ ওঠে আর সেই সূত্রে বিচারক বলেন, “এই রঞ্জন কে? এর কি কোনো অস্তিত্ব রয়েছে নাকি কোন কাল্পনিক চরিত্র, তা সিবিআই দেখুক।” মামলাটির পরবর্তী শুনানি 15 তারিখ বলে ঘোষণা করা হয়েছে।