ঘুরে গেল SSC মামলার মোড়! হাইকোর্টে খারিজ ১০ নম্বর সংক্রান্ত মামলা, বড়সড় স্বস্তিতে শিক্ষকরা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি কাণ্ডে বড় আপডেট। স্কুল সার্ভিস কমিশনের (SSC) একটি মামলার আজ বড়সড় নিস্পত্তি হল। নবম ও দশম শ্রেণির শিক্ষকদের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে নিয়োগের ক্ষেত্রে ১০ নম্বর দেওয়া হয়। অভিজ্ঞতার ভিত্তিতে এই নম্বর দেওয়া হয়। এই নিয়মকে চ্যালেঞ্জ করেই মামলা হয়, যা এদিন খারিজ হয়ে গিয়েছে। এতে রাজ্যের বহু শিক্ষক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এসএসসি (SSC) মামলা নিয়ে বড় রায় আদালতের

মামলাকারীদের জন্য এটি বড়সড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তাদের মূল আপত্তি ছিল অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে। মামলাকারীদের আইনজীবীরা সওয়াল করেন, নবম দশম এবং একাদশ দ্বাদশ দুই স্তরের শিক্ষকদের পে স্কেল সম্পূর্ণ আলাদা। নীচু স্তরের অভিজ্ঞতার জন্য উঁচু স্তরে সুবিধা পাওয়া উচিত নয় বলেও দাবি করেন তাঁরা।

Calcutta high Court verdict on ssc case

চলে সওয়াল পালটা সওয়াল: পালটা ইন সার্ভিস শিক্ষকরা যুক্তি দেন, মামলাকারীরা এসএসসির (SSC) মূল নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেননি। আর বর্তমান রুলসে কোথাও লেখা নেই যে, এক স্তরের অভিজ্ঞতা অন্য স্তরে গ্রাহ্য হবে না। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, রিট পিটিশনে নিয়োগের মূল রুলসকে চ্যালেঞ্জ করা হয়নি। তাই এই মামলার কোনও সারবত্তা নেই।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারে ‘মালামাল’! মাসে মাসে ঢুকছে ৩০-৪০ হাজার টাকা? বিজেপি বিধায়কের মন্তব্যে তোলপাড় কাণ্ড

কী রায় দেয় আদালত: বিচারপতি এও বলেন, ভবিষ্যতে কেউ এই নম্বর দেওয়ার পদ্ধতি পরিবর্তন করতে চাইলে তাকে নিয়োগের মূল বিধি চ্যালেঞ্জ করে আলাদা করে দাখিল করতে হবে পিটিশন।

আরও পড়ুন : মেট্রোর লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার ঘরে বসেই মাত্র ২ মিনিটে টিকিট কাটুন, পদ্ধতি দেখে নিন

আদালতের এই রায়ের জেরে নবম ও দশম শ্রেণিতে কর্মরত শিক্ষকরা একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগের ক্ষেত্রেও অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলেন।