নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়, ধরা পড়ল আরও ৯৬ জন! হাইকোর্টে CBI-এর রিপোর্ট মেনে নিল পর্ষদ

বাংলা হান্ট ডেস্ক: টেট (TET) ফেল করেও চাকরি পেয়েছিল আরও ৯৬ জন! হাইকোর্টে পেশ করা সিবিআইয়ের রিপোর্ট কার্যত মেনে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে ২৬৫ জন টেট ফেল ব্যক্তির চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। যদিও ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই (CBI) এবং ইডির (ED) অফিসাররা পর্ষদের অফিসে যাবেন। ওএমআর শিট ডিজিটাইজড করার সিদ্ধান্ত কে নিয়েছিলেন? কেন নিয়েছিলেন? কোন প্রক্রিয়ায় তা ডিজিটাইজড করা হয়েছিল? এসব খতিয়ে দেখবেন তদন্তকারীরা। এসব তদন্ত করে আগামী ১০ অক্টোবর তার রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্ষদকে সমস্ত ধরনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ অক্টোবর।

অন্যদিকে, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা (Merit List) সাইট হ্যাকের কারণে প্রত্যাহার করা হয়েছিল। এই নিয়ে পর্ষদের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের তদন্তের অগ্রগতি কী তা জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই রিপোর্টও আগামী ১০ অক্টোবরের মধ্যে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

tet

এদিকে নিয়োগ দুর্নীতির সঙ্গেই সম্পর্কযুক্ত লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) কোম্পানির ডিরেক্টর এবং শীর্ষকর্তাদের সম্পত্তির যাবতীয় তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, কয়েকদিন আগেই লিপস অ্যান্ড বাউন্স-এর ডিরেক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের যাবতীয় সম্পত্তির হিসেব ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই মতোই এদিন সেগুলি জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


Monojit

সম্পর্কিত খবর