খালি গলায় ‘দেবা দেবা’ গাইলেন অরিজিৎ! স্ক্রিনে ধোনির মুখ, উচ্ছাসে মাতলেন গ্যালারির ১ লক্ষ দর্শক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং যা পারফরম্যান্স করেছেন তা রীতিমত মুগ্ধ করে দিয়েছে মাঠে উপস্থিত দর্শক এবং স্ক্রিনে চোখ রাখা শ্রোতাদেরও। কেশরিয়া, ঝুমে জো পাঠান গানগুলি দর্শকদের ভিন্ন ভিন্ন স্বাদের আবেগ উপহার দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর দুই তারকা অভিনেত্রী রশ্মিকা এবং তামান্নার পারফরম‍্যান্সের চেয়ে তার পারফরম্যান্স নিয়েই কথা হচ্ছে বেশি।

এরই মাঝে অরিজিৎ-এর পারফরম্যান্সের মাঝে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। অরিজিৎ তখন গত বছর মুক্তি পাওয়া ব্রহ্মাস্ত্র সিনেমার ‘দেবা দেবা’ গানটি গাইছিলেন। নিজের পারফরম্যান্সের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন তারকা গায়ক।

ওই গানটি চলাকালীন যখন ‘দেবা দেবা’ পংক্তিটি একাত্ম হয়ে উদাত্ত গলায় গেয়ে চলেছিলেন অরিজিৎ, তখন ক্যামেরা ফোকাস করে ডাগ আউটে উপস্থিত সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ওপর। তিনিও গানে তালে নিজের শরীর দোলাচ্ছিলেন। গানের ওই বিশেষ অংশের সময় মহেন্দ্র সিংহ ধোনিকে ক্যামেরায় দেখানোর পর উচ্ছাসে ফেটে পরে গ্যালারি। সকলে বলেন ক্রিকেটের ভগবানকে ঠিক তখনই দেখা হয়েছে যখন অরিজিৎ তার গানের মাধ্যমে ভগবানকে স্মরণ করছিলেন।

তবে ম্যাচ শুরু হওয়ার আগে টসে জিততে পারেননি মহেন্দ্র সিং ধোনি। গুজরাট টাইটেলস অধিনায়ক হার্দিক পান্ডিয়া আজ টসে জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন। নিউজিল্যান্ডের সুপারস্টার ক্রিকেটার কেন উইলিয়ামসন গুজরাটের একাদশে জায়গা করে নিয়েছেন। সেই সঙ্গে আয়ারল্যান্ডের বোলার জশুয়া লিটল-কেও আশ্চর্যজনকভাবে সুযোগ দিয়েছেন।

আশ্চর্যজনক কোনও সিদ্ধান্ত সিএসকে নেয়নি দল নির্বাচনের ক্ষেত্রে। প্রথমে ব্যাট করতে নেমে ৯ ওভার শেষ হবার পর তাদের স্কোর ৩ উইকেট হারিয়ে ৯০। ক্রিজে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড ও আম্বাতি রায়ডু। অর্ধশতরান করে ফেলেছেন রুতুরাজ। ২ টি উইকেট নিয়েছেন রশিদ খান। ১টি উইকেট এসেছে শামির ঝুলিতে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর