বাংলাহান্ট ডেস্ক: তারকাদের জীবন নিয়ে বরাবরের কৌতূহল আমজনতার। প্রিয় অভিনেতা অভিনেত্রীরা বাস্তবে কেমন তা জানতে কার না ইচ্ছা হয়? তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকাদের অন্দরমহলের নানান কিস্সা জানা যায়। প্রিয় তারকাদের ছোটবেলার ছবিও (Childhood Photo) বেশ ভাইরাল হয় নেটমাধ্যমে।
সম্প্রতি একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এক মিষ্টি মেয়ে নজর কেড়ে নিয়েছে নেটনাগরিকদের। বিজ্ঞাপনের ভিডিওটিতে দেখা গিয়েছে এক মিষ্টি খুদেকে যে কিনা এখনকার বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী। একের পর এক এক হিট ছবি উপহার দিয়ে ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিশ্রুতিবান অভিনেত্রী হয়ে উঠেছেন।
চিনতে পারলেন তাঁকে? তিনি আলিয়া আডবানী। তাও চিনতে পারলেন না? এই আলিয়া আডবানীই হলেন নামজাদা অভিনেত্রী কিয়ারা আডবানী (Kiara Advani)। আলিয়াই তাঁর আসল নাম। তবে আলিয়া ভাটের সঙ্গে টক্কর এড়ানোর জন্য কিয়ারা নাম নেন তিনি।
যে বিজ্ঞাপনী ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আসলে ১৯৯৩ সালের। সে সময়ে কিয়ারার বয়স তখন মাত্র আট মাস। তাঁর মা জেনিভি আডবানীও ছিলেন বিনোদন জগতের মানুষ। তবে অভিনেত্রী নয়, তিনি ছিলেন একজন মডেল।
মায়ের সঙ্গেই প্রথম ক্যামেরার মুখোমুখি হন ছোট্ট কিয়ারা। একটি ছোটদের প্রোডাক্টের জন্য বিজ্ঞাপনের খুদে মডেল ছিলেন তিনি। ওটাই ছিল মায়ের সঙ্গে কিয়ারার প্রথম বিজ্ঞাপন। বেশ কয়েক বছর আগে মাতৃদিবসে ভিডিওটি খুঁজে পেয়ে শেয়ার করেছিলেন কিয়ারা নিজেই।
https://twitter.com/advani_kiara/status/729262693715218437?t=NLvCYrdbJSYQGas4k7trkQ&s=19
সম্প্রতি ৩০ এ পা দিয়েছেন অভিনেত্রী। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়। মাঝে শোনা গিয়েছিল দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে সিদ্ধার্থ কিয়ারা নিজেরাই সেই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন। আপাতত দুবাইতে ঘুরছেন তাঁরা।