বাংলা হান্ট ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে এবার এক বিস্ফোরক অভিযোগ তুলল কানাডিয়ান সংবাদ মাধ্যম। জাস্টিন ট্রুডোর সরকারি সূত্রকে উদ্ধৃত করেই খালিস্তানি জঙ্গিকে হত্যার ঘটনায় এবার সরাসরি অভিযোগের আঙুল তোলা হল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দিকে।
নিজ্জর হত্যায় এবার অভিযোগ নরেন্দ্র মোদীর (Narendra Modi) দিকে
আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছিল কানাডা সরকারের মন্ত্রী। আর এবার কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেল-এর একটি রিপোর্টে কানাডা সরকারের নিরাপত্তা এজেন্সিগুলির কথা উল্লেখ করে দাবি করা হয়েছে নিজ্জরকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আগে থেকেই এই পরিকল্পনার কথা জানতেন।
কানাডার নিরাপত্তা এজেন্সি গুলির দাবি নানা সূত্রে পাওয়া খবর থেকে তারা নিশ্চিত এই হত্যাকাণ্ডের কথা পুরোপুরি জানতেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে তথ্য প্রমাণের অভাবে তারা নাকি এই ব্যাপারে সরকারিভাবে মুখ খুলতে পারছেন না। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠার পরে কি প্রতিক্রিয়া ভারত সরকারের?
এপ্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন, ‘নাম প্রকাশে অনিচ্ছুক এক কানাডিয়ান আধিকারিককে উদ্ধৃত করে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন। এটা আমরা প্রত্যাখ্যান করছি।’ তারপরেই বিষয়টাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করে তিনি বলেছেন,’আমরা সাধারণত মিডিয়া রিপোর্ট নিয়ে কোনও প্রতিক্রিয়া দিই না। তবে কানাডা সরকারের সূত্র উল্লেখ করে সংবাদপত্রে যে হাস্যকর বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে কোনও গুরুত্বই দেওয়া উচিত নয়।’
আরও পড়ুন: মোদী-মমতা সংঘাত! ওয়াকফ বিলের পাল্টা বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার
একইসাথে ভারত-কানাডা সম্পর্কের তিক্ততার কথা উল্লেখ বিদেশ মন্ত্রকের আরও বক্তব্য, ‘এই ধরনের রিপোর্টের তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমরা।ভারতের বদনাম করার জন্য এই ধরনের চেষ্টা ভারত-কানাডার সম্পর্কে তিক্ততা আরও বাড়াবে।’ প্রসঙ্গত, গত বছরের জুন মাসে কানাডার একটি গুরুদ্বারের বাইরে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয়েছিল। জানা যায় ২০ বারেরও বেশি গুলি করা হয়েছিল তাকে।
সেসময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন এই হত্যাকান্ডের সাথে ভারতের সক্রিয় যোগ রয়েছে। প্রসঙ্গত কানাডার গোয়েন্দা সংস্থাগুলির কাছে এই জঙ্গী হত্যাকান্ডের সাথে মোদীর সরাসরি যুক্ত থাকার প্রমাণ নেই বলেই জানানো হয়েছে। তবে একইসাথে তাঁদের দাবি অমিত শাহ, জয়শঙ্কর এবং ডোভাল মোদীকে না জানিয়ে তাঁরা যে এমন অভিযানে নামবেন না সেটাই স্বাভাবিক।