বাংলাহান্ট ডেস্কঃ জীবনে চলার পথে অর্থ (money) খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। যে কোন মুহূর্তে, যে কোন পরিস্থিতিতে অর্থ আপনাকে সবরকম সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তবে অনেক সময় অনেককেই এই সমস্যার সম্মুখীন হতে হয়, যে- অর্থ তো উপার্জন করছেন, কিন্তু ঠিক মত জমাতে আর পারছেন না। সমস্ত টাকাই জলের মত বেরিয়ে যাচ্ছে। তাই বেশ কয়েকটি নিয়ম মেনে চললে, আপনি অর্থ সঞ্চয় (Savings) করতে সিদ্ধহস্ত হয়ে উঠবেন।
নিজের ঘর বাড়ি সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনও মাকড়সার জাল থাকতে দেবেন না বাড়িতে। মাকড়সার জাল অর্থে সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়।
বাড়িতে টাকা রাখার স্থান সবসময় উত্তর দিকে করবেন।
বাড়িতে সবসময় জলের কল খুলে রাখবেন না। এত শুধুমাত্র জল অপচয় নয়, অর্থের অপচয় হয়।
বাড়িতে যদি পায়রার বাসা থাকে, তাহলে তা এখনই সরান। নাহলে অর্থের মুখ দেখবেন না কোনদিন।
পায়রার বাসার মতই মৌচাকও অশুভ ইঙ্গিত বাহী। যে বাড়িতে থাকে, তাদের অর্থনৈতিক সংকট দেখা দেয়।
ভাঙা কাঁচ কখনই বাড়িতে রাখবেন না। তা দারিদ্র ডেকে আনে।
উপরিক্ত পদ্ধতিগুলো মেনে চললে, আর্থিক দিক থেকে কিছুটা হলেও উন্নতি করতে পারবেন। আপনার অর্থ কষ্ট কিছুটা হলেও ঘুচবে।