কোন কলেজে কী নিয়ে পড়লে কেরিয়ারে হবেন সফল? পড়ুয়াদের সুবিধার্থে শুরু হচ্ছে “এডুকেশন ইন্টারফেস ২০২৫”

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সদ্যই প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এরপরেই উচ্চ শিক্ষার জন্য কলেজের আঙিনায় পদার্পণ করবে পড়ুয়ারা। তবে, পড়াশোনার ক্ষেত্রে সফল হওয়ার জন্য সঠিক বিষয়কে বেছে নেওয়ার পাশাপাশি সঠিক শিক্ষা প্রতিষ্ঠানকেও বেছে নেওয়া অত্যন্ত জরুরি। প্রায়শই এক্ষেত্রে উপযুক্ত পরামর্শ পায় না পড়ুয়ারা। তবে, এবার তাদের সুবিধার্থে চলতি বছরে ফের শুরু হতে চলেছে “এডুকেশন ইন্টারফেস ২০২৫”। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার-এর সৌজন্যে এই কেরিয়ারমুখী মেলা (Career Education Fair) শুরু হবে আগামী ১৭ মে থেকে। যেটি চলবে আগামী ১৯ মে পর্যন্ত।

পড়ুয়াদের সুবিধার্থে শুরু হচ্ছে “এডুকেশন ইন্টারফেস ২০২৫” (Career Education Fair):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দ্বাদশ থেকে স্নাতকোত্তর করতে চলা পড়ুয়াদের কেরিয়ারের সঠিক দিশা দেখানোর লক্ষ্যেই এই মেলা সম্পন্ন হয়। যেখানে প্রতি বছর হাজার হাজার পড়ুয়া কলকাতা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, ম্যানেজমেন্ট, আইন, ফার্মাসির মতো বিভিন্ন বিষয়ের শ্রেষ্ঠ কলেজে ভর্তির পদ্ধতি থেকে শুরু করে পড়ার খরচ, প্লেসমেন্ট এবং ক্যাম্পাসিংয়ে আসা কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যুগের সাথে তাল মিলিয়ে কর্ম ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির চাহিদা এখন বৃদ্ধি পাচ্ছে এবং ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কীভাবে সহজেই চাকরি মিলবে এই বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপিত করা হয় এই মেলায় (Career Education Fair)।

Career Education Fair is starting for the benefit of students.

আরও একটি চমকপ্রদ বিষয় হল, এই মেলাতে (Career Education Fair) দেশের ১৫০-রও বেশি নামী শিক্ষাপ্রতিষ্ঠান এক ছাদের নিচে জড়ো হয়। যার মাধ্যমে পড়ুয়ারা সহজেই তাদের উচ্চশিক্ষার পরবর্তী স্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার সুযোগ পায়। এছাড়াও, ইচ্ছুক পড়ুয়ারা এই মেলাতে উপস্থিত বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি স্টলে গিয়ে নিজেদেরকে কেরিয়ার কাউন্সেলিংয়ের সুযোগও পেয়ে যাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী শনি, রবি ও সোমবার সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত এই মেলা চলবে। যেখানে কোনও প্রবেশ মূল্য লাগবেনা।

Career Education Fair is starting for the benefit of students.
Career Education Fair 2024

এই প্রসঙ্গে “কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার”-এর কর্ণধার দীপক সিনহা রায় জানিয়েছেন যে, “এবারের এই কেরিয়ারমুখী মেলাতে (Career Education Fair) অংশগ্রহণ করবে দেশের একাধিক প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে জেআইএস ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, বিপি পোদ্দার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। এর পাশাপাশি কিংস্টন ল কলেজ, দিল্লি এনসিআর-এর সারদা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাজির থাকবে ক্যারিয়ার প্ল্যানার এডু ফেয়ারে।”

আরও পড়ুন: “সিন্ধু জল চুক্তির পুনর্বিবেচনা করুন”, ভারতের প্রত্যাঘাতে “আহত” পাকিস্তান জানাল করুণ আর্জি

এদিকে, এই মেলার (Career Education Fair) উদ্বোধন করবেন রাজ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট শিক্ষাবিদরা। এছাড়াও উপস্থিত থাকবেন, জেআইএস গ্রুপের চ্যান্সেলর তরণজিৎ সিং, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী, অ্যাডামাস ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর সমিত রায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর গৌতম চৌধুরী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিক এবং প্রতিনিধিরা।

আরও পড়ুন: পূর্ণমের বাড়িতে শুভেন্দু! গাইলেন দেশাত্মবোধক গান, পরিবারের অনুমতি নিয়ে জানালেন মনের ইচ্ছে

প্রসঙ্গত উল্লেখ্য যে, শিক্ষা এবং কেরিয়ার সংক্রান্ত পরামর্শের ক্ষেত্রে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে। কারণ, কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ারের মূল লক্ষ্যই হল, “আপনার ভবিষ্যৎ, আমাদের দিশা।” এমতাবস্থায়, পড়ুয়াদের তাদের কেরিয়ারে সঠিক পথপ্রদর্শন করার পাশাপাশি তাদের ভবিষ্যতের চলার পথকে আরও মসৃণ করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা পালন করে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X