বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন পর ফের সংবাদ শিরোনামে জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি (carryminati)। গত বছরের শুরুর দিকেই টিকটকারদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তিনি। পরবর্তীকালে ভারতের ‘লার্জেস্ট ইউটিউবার’ এর তকমাও পেয়েছিলেন ক্যারিমিনাতি ওরফে অজেয় নগর। তারপর এই এক বছরে আর তেমন নাম শোনা যায়নি তাঁর। এবার ফের আইনি ঝামেলায় জড়িয়েছেন তিনি।
মহিলাদের বিরুদ্ধে যৌনতাপূর্ণ কুৎসিত ইঙ্গিত করার অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে ক্যারিমিনাতির বিরুদ্ধে। বেশ কয়েকটি ক্রিমিনাল অ্যাক্টে ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন দিল্লির আইনজীবী গৌরব গুলাটি। তাঁর অভিযোগ, ইউটিউবে যে ভিডিওগুলি ক্যারি বানান সেগুলি প্রত্যেকটিই অত্যন্ত অশ্লীল এবং মহিলাদের প্রতি কুরুচিকর ইঙ্গিত পূর্ণ।
নিজের ভিডিওতে মহিলাদের উদ্দেশে যৌনতাপূর্ণ কুৎসিত ইঙ্গিত এবং ভাষা ব্যবহার ব্যবহার করেন ক্যারিমিনাতি। এমনি অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন দিল্লির ওই আইনজীবী। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪,৫০৯,২৯৩ এবং ৩/৬/৭ ধারায় মামলা দায়ের হয়েছে ক্যারিমিনাতির বিরুদ্ধে।
গত বছরের মে মাসে লকডাউন শুরুর পরপরই ইউটিউবার ও টিকটকাররা বিবাদে জড়িয়েছিল। নিজের চ্যানেলে টিকটক ব্যবহারকারীদের একহাত নিয়ে একটি ভিডিও করেছিলেন ক্যারিমিনাতি। তবে তাঁর ভিডিওটি মুছে দেওয়া হয় ইউটিউবের তরফে। এতে তাঁকে ও তাঁর বোনকে কুৎসিত ইঙ্গিত করে হুমকি দিয়েছিলেন এজাজ খান। টিকটকারদের তরফেও চরম বিরোধের মুখে পড়তে হয়েছিল ক্যারিকে।
এরপরেই নিজের কণ্ঠে গাওয়া একটি র্যাপ গানের ভিডিও পোস্ট করেন তিনি। গানের নাম ছিল ‘ইয়লগার’। নিজেই পুরো গানটি গেয়েছিলেন ক্যারিমিনাতি। গানের মাধ্যমেই যাবতীয় অপমানের বদলা নিয়ে নিয়েছিলেন ক্যারিমিনাতি। তা গানের কথাগুলির মধ্যেই স্পষ্ট। যতই তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করা হোক তিনি নিজের কাজটা ঠিকই করে যাবেন, এমনটাই স্পষ্ট করে দিয়েছিলেন এই ইউটিউবার। এবারের অভিযোগের কী উত্তর তিনি দেন সেটাই এখন দেখার অপেক্ষায় ক্যারির অনুরাগীরা।