বাংলাহান্ট ডেস্ক: আশঙ্কা ছিল আগে থেকেই। সেটাই সত্যি হল। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরপরই আইনি বিপাকে পড়ল অজয় দেবগণ (Ajay Devgan) ও সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) আসন্ন ছবি ‘থ্যাঙ্ক গড’ (Thank God)। এই ছবি হিন্দু ধর্মাবেগে আঘাত করছে, এমন অভিযোগ তুলে উত্তরপ্রদেশের জৌনপুরে এক আদালতে মামলা দায়ের হয়েছে।
ছবির দুই অভিনেতা অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা এবং পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। আগামী নভেম্বর মাসে পিটিশন দায়েরকারীর বয়ান রেকর্ড করা হবে।
কিন্তু থ্যাঙ্ক গড ছবির বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী? মামলাকারীর দাবি, ছবির ট্রেলারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিন্দু ধর্মকে অবমাননা করা হয়েছে। হিন্দু ধর্মাবেগে আঘাত করারও অভিযোগ উঠেছে। চিত্রগুপ্ত চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে স্যুট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। একটি দৃশ্যে আকত্তিকর ভাষায় কথাও বলতে দেখা গিয়েছে তাঁকে।
মামলাকারীর দাবি, হিন্দু ধর্মে চিত্রগুপ্তকে কর্মের দেবতা রূপে বর্ণনা করা হয়েছে, যিনি মানুষের পাপ পুণ্যের হিসাব রাখেন। থ্যাঙ্ক গড ছবিতে হিন্দু ধর্মের দেবতাদের যেমন ভাবে দেখানো হয়েছে তা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে আর অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন মামলাকারী।
https://www.instagram.com/tv/CiRVkPyo_wA/?igshid=YmMyMTA2M2Y=
থ্যাঙ্ক গড ছবির ট্রেলারে দেখা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার পর চিত্রগুপ্তের সামনে হাজির হন সিদ্ধার্থ। তাঁর দুর্বলতাগুলো গণনা করে স্বর্গ বা নরকে যাওয়ার সিদ্ধান্ত নেবেন চিত্রগুপ্ত। ট্রেলারে অপ্সরা রূপে দেখা গিয়েছে নোরা ফতেহিকে যিনি সিদ্ধার্থের মধ্যে কামনা, বাসনার পরীক্ষা করেন।
এই ট্রেলারের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। এমনিতেই নেটপাড়ায় বলিউডকে বয়কটের ডাক চলছে। উপরন্তু এমন ট্রেলার বয়কটকারীদের আরো ক্ষুন্ন করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ছবি নির্মাতারা।