হকার উচ্ছেদের নামে জুলুম! হাই কোর্টে দায়ের মামলা, জাস্টিস সিনহা যা বললেন … তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন মিটতেই গত সোমবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জমি বেহাত হওয়া, জমি জবরদখল করা থেকে শুরু করে হকার সমস্যা, একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকেই ‘অ্যাকশনে’ নেমে পড়েছে পুলিশ। রাজ্যের নানান প্রান্তে হকার উচ্ছেদ শুরু হয়ে গিয়েছে। এবার এই জল গড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অবধি।

গত সোমবার নবান্নে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিলেন আমলা, পুলিশরা। এরপর থেকেই রাজ্যের নানান প্রান্তে হকার (Hawker) উচ্ছেদ করতে কোমর বেঁধে নেমে পড়ে পুলিশ। তবে অভিযোগ, উচ্ছেদের ক্ষেত্রে আইনি পদ্ধতি মানা হচ্ছে না। এবার তাই এই প্রক্রিয়া আটকাতে হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের হল মামলা।

মামলাকারীরা জানাচ্ছেন, গত দু’দিন ধরে হকার উচ্ছেদের নামে শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে পুলিশ যেভাবে জুলুম করছে সেটা রুখতেই এই মামলা করা হয়েছে। আইনজীবীর দাবি, দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আইনি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এতে নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিগত দু’দিন ধরে পুলিশ নানান জায়গায় যেখানে হকারদের ওপর ঝাঁপিয়ে পড়ছে, মারধর করা হচ্ছে তাতে কে বৈধ আর কে বৈধ নয় সেটা দেখা হচ্ছে না।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, বড় আপডেট দিল হাওয়া অফিস

এই মন্তব্যের পাল্টা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) বলেন, এই ঘটনা কোনও একটি নির্দিষ্ট জায়গার নয়। সেই কারণে এই মামলা জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা উচিত। জাস্টিস সিনহা বলেন, যদি মামলা করতে হয় তাহলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন।

Calcutta High Court

উল্লেখ্য, লোকসভা ভোট মিটতেই কোমর বেঁধে ‘অ্যাকশনে’ নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী। কখনও জমি জবরদখল, হকার সমস্যা নিয়ে সরব হচ্ছেন তিনি, কখনও আবার বেহাল পুর পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। গত সোমবার মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পর রাজ্যের নানান প্রান্তে হকার উচ্ছেদ শুরু হয়েছে। বৃহস্পতিবার পুনরায় এই নিয়ে বৈঠক ডেকেছেন মমতা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর