SSC নিয়ে তোলপাড় করা অভিযোগ! এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময়ে SSC নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই নিয়ে আদালতেও চলছে বহু মামলা। এরই মধ্যে এবার নয়া অভিযোগ নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের। স্কুল সার্ভিস কমিশনের নয়া মেধা তালিকায় চূড়ান্ত অসঙ্গতি! এই নিয়েই এবার দায়ের হল মামলা।

কিছুদিন আগেই গত ২৩ অগাস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নতুন প্যানেল প্রকাশ করে এসএসসি। তবে অভিযোগ সেই প্যানেলেই বিস্তর অসঙ্গতি রয়েছে। আর এই নিয়েই আদালতের দ্বারস্থ হন কয়েক হাজার চাকরিপ্রার্থী। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দায়ের হয় মামলা।

আদালত সূত্রে খবর, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ১ অক্টোবর ২০১৯ প্রথম মেধাতালিকা প্রকাশ করে এসএসসি। তবে তারপর কিছু অকৃতকার্য পরীক্ষার্থী সেই তালিকাকে চ্যালেঞ্জ করে আদালতে যায়। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে গত ১১ ডিসেম্বর ২০২০ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এসএসসির মেধা তালিকা বাতিল করে দেন এবং প্রার্থীদের তথ্য আপলোড করে সমস্ত তথ্য প্রকাশ করতে নির্দেশ দেন। সেই সময় বিচারপতির নির্দেশ ছিল ইন্টারভিউর পাশাপাশি মেধা তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে।

আরও পড়ুন: ফের বিতর্কের ইঙ্গিত! এবার রবীন্দ্রনাথের গানের শব্দ বদলে ফেলার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী, কারণ কী?

এরপর প্রায় ৬ মাস পর ২০২১ সালের জুন মাসে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে SSC। তবে সেখানে অভিযোগ ওঠে, যারা প্রথম মেধা তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে তালিকাভুক্ত অনেক চাকরিপ্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বিকৃত করা হয়েছে, পাশাপাশি অনেকের নম্বর বাড়িয়ে গরমিল করা হয়েছে এই রকম বহু অভিযোগ তুলের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন।

আরও পড়ুন: আজ থেকে সাথেই রাখুন ছাতা! ফের দাপিয়ে ঝড়-বৃষ্টি কলকাতা সহ এই ৭ জেলায়, জারি সতর্কতা

মামলার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন মামলাকারীদের কোনও ব্যক্তিগত অভিযোগ থাকলে তারা SSC-র কাছে জানাতে পারবে। পরবর্তীকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৫০ জন মামলাকারী। আদালতের নির্দেশের পরই কয়েক হাজার পরীক্ষার্থী ইন্টারভিউ তালিকার বৈধতাকে চ্যালেঞ্জ অভিযোগ দায়ের করেন।

high court

তবে তাতেও হয়নি সুরাহা। মামলাকারীদের অভিযোগ, আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশন তাদের অভিযোগগুলো খতিয়ে না দেখেই সেসব খারিজ করে দেয়। এরপর ফের আদালতের দ্বারস্থ হন সেসব চাকরিপ্রার্থীরা। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় মামলা।
এরপর স্কুল সার্ভিস কমিশনকে নতুন প্যানেলের তালিকা প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি।

তবে অভিযোগ, এসএসসির নতুন মেধা তালিকায় বিস্তর অসঙ্গতি রয়েছে। ওএমআর শিট প্রকাশ করা হয়নি। বুধবার ওই মামলার শুনানিতে মামলাকারীদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে লিখিত বক্তব্য আদালতে জমা দেওয়ার পাশাপাশি এসএসসিকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করে উত্তর দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর