সৌরভের উপরেও ভুবনের ‘দাদাগিরি’, নিজস্ব স্টাইলেই সেরার পুরস্কার জিতলেন ‘বাদাম কাকু’
বাংলাহান্ট ডেস্ক: তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই নিজের ক্যারিশ্মা ছড়িয়ে আসছেন। ভুবন বাদ্যকরে (Bhuban Badyakar) মেতে রয়েছে সকলেই। হিন্দিতে একটি অত্যন্ত প্রচলিত কথা রয়েছে, ‘উপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পড় ফাঁড়কে’। ভুবন বাদ্যকরের ক্ষেত্রে কথাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। তাঁর একটা ‘কাঁচা বাদাম’ গান এখন নাচাচ্ছে গোটা দুনিয়াকে। টেলিপাড়াকে তো আগেই তিনি মাতিয়ে দিয়েছিলেন। এবার ‘দাদাগিরি’র … Read more