বাংলা হান্ট ডেস্ক: আগেই বিতর্ক তৈরী হয়েছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) নিয়ে। আর নিটের পর এবার নেট পরীক্ষা নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন আয়োজিত গবেষণার প্রবেশদ্বার এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট (UGC-NET) পরীক্ষা সম্পন্ন হয়েছিল মঙ্গলবার।
কিন্তু ঠিক তার পরের দিনই অর্থাৎ বুধবার এই পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছে শিক্ষামন্ত্রক। অনিয়ম সংক্রান্ত অভিযোগ তুলে এবছর জুন মাসের নেট পরীক্ষা বাতিল করে দেওয়ার পাশাপাশি ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক।
আর তদন্তে নেমেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের দাবি এই ইউজিসি নেট পরীক্ষা বাতিলের নেপথ্যে অন্যতম কারণ সম্ভবত ডার্ক নেটের অন্ধকার দুনিয়া। এখনও পর্যন্ত সূত্র মারফত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে সাইবার জালিয়াতের একটি গ্যাং এর সঙ্গে জড়িত রয়েছে।
বুধবারেই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে শিক্ষামন্ত্রকের কাছে একটি রিপোর্ট গিয়েছিল যেখানে ২০২৪ সালের জুন মাসের ইউজিসি নেট পরীক্ষায় গরমিল থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্ট পাওয়ার পরই তড়িঘড়ি নেট পরীক্ষা বাতিল করে, কী ঘটেছে তা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় সিবিআইয়ের উপর।
আরও পড়ুন: ২ সপ্তাহে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৪৭ টা FIR, এবার পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা হাইকোর্টে
বৃহস্পতিবারেই ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং ১২০বি ধারায় অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এবার তদন্তে নেমেই একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে CBI।
সূত্রের খবর,এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছিল ডার্ক নেট থেকে। মাত্র পাঁচ-ছয় লাখ টাকা দিলেই চলে আসছিল নেটের প্রশ্ন। তদন্তে নেমে এমন একাধিক সংস্থার হদিশ-ও পেয়েছে সিবিআই। ডার্ক নেট ছাড়া একাধিক ম্যাসেজিং প্লাটফর্মেও নেটের প্রশ্ন পাওয়া যাচ্ছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দা অফিসাররা।