পাঁচিল টপকে চিদম্বরমকে গ্রেফতার করা সিবিআই কর্তা পার্থসারথির ঝুলিতে পুলিশ পদক সম্মান

বাংলা হান্ট ডেস্কঃ  এ বছর রাষ্ট্রপতির বিশেষ পুলিশ পদকের অধিকারী হলেন সিবিআই-এর ২৮ জন অফিসার। যাঁদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করা সিবিআই আধিকারিক ডেপুটি এসপি রামাস্বামী পার্থসারথি। যিনি গত বছর ২১ অগস্ট রাতে পাঁচিল টপকে প্রাক্তন অর্থমন্ত্রীকে এক নাটকীয়ভাবে গ্রেফতার করেন। সেই কৃতিত্বের পুরস্কার মিলল।

P Chidambaram being taken to court

তাঁর সাহসিকতা ও কাজের প্রতি দায়িত্বশীলতার জন্য পুলিশ পদকের জন্যা নাম ঘোষিত হয় পার্থসারথির। উল্লেখ্য চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরমকেও গ্রেফতার করেছিলেন এই সিবিআই কর্তাই। জয়েন্ট ডিরেক্টর ধীরেন্দ্র শঙ্কর শুক্ল সহ মোট ২৮ জনকে এই বিশেষ পুলিশ পদক দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এদিন রাষ্ট্রপতি ভবন থেকে বিশেষ পুলিশের পদকের অধিকারী ছাড়াও পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী প্রাপকদের নামও ঘোষণা করা হয়েছে।

মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ, সমাজবাদী নেতা জর্জ ফার্নান্ডেজ, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরীক্কর। পদ্মভূষণ পাচ্ছেন বক্সার মেরি কম, করণ জোহর, একতা কাপুর, কঙ্গনা রনওয়াত সহ একাধিক বলিউড সেলিব্রেটি।

সম্পর্কিত খবর