বাংলাহান্ট ডেস্ক : একটি ব্যাঙ্কে জালিয়াতি করে ৪০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়ক। এবার ওই বিধায়ক যশোবন্ত সিং গাজ্জান মাজতার বাড়ি সহ একাধিক জায়গায় অভিযান চালালো সিবিআই।
জানা যাচ্ছে, অমরগড়ের বিধায়কের মালের কোটলার পৈতৃক বাড়ি সহ সাংরুর জেলার আরও তিনটি জ্যগায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই মামলার ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে সিবিআই। শনিবার অভিযান চালানোর সময় যশবন্ত সিং গাজ্জান মাজরার সই করা ৯৪টি চেক এবং বেশ কয়েকটি আধারকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু তাইই নয়, ওই বিধায়কের বাড়ি সহ অন্যান্য স্থান গুলিতে অভিযান চালিয়ে মোট ১৬ লক্ষ ৫৭ হাজার টাকা নগদ, ৮৮টি বিদেশি নোট, বেশ কিছু সম্পত্তির নথি এবং একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য অপরাধের প্রামাণ্য নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই দল।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই তেজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশের ৫০ জনের একটি দল তাঁকে দিল্লিতে তাঁর বাসভবন থেকেই গ্রেপ্তার করে। সেখান থেকে ওই ডিবিজেপি নেতাকে নিয়ে যাওয়া হয় মোহালিতে। কিন্তু বাগ্গার বাবা দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে পাঞ্জাব পুলিশ অপহরণ করেছে তাঁর ছেলেকে। এই অভিযোগের পর কুরুক্ষেত্রের কাছে দিল্লি পুলিশের কনভয়কে থামায় হরিয়ানা পুলিশ। সেখান থেকে বাগ্গাকে দিল্লিতে ফিরিয়ে আনে দিল্লি পুলিশ। আর এই ঘটনার মাত্র এক দিনের মধ্যেই এবার আপ নেতার বাড়িতে অভিযান চালালো সিবিআই।